Bankura Laser Surgery: লেজার সার্জারির মাধ্যমে চর্ম বিভাগের চিকিৎসা, বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ হাসপাতালের মুকুটে নতুন পালক
এইভাবেই রোগী পরিষেবা দিয়ে এগিয়ে চলুক বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ হাসপাতাল-- এমনটাই দাবি রোগী ও রোগীর আত্মীয় এবং জেলাবাসীর...
পূর্ণেন্দু সিংহ, বাঁকুড়া: একের পর এক আধুনিক যন্ত্রের মাধ্যমে চিকিৎসা পরিষেবা দিয়ে নজির গড়ছে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ হাসপাতাল। অভিজ্ঞ চিকিতসকমণ্ডলী ও পরিকাঠামোর উন্নয়ন এবং আধুনিক বিজ্ঞানের সাহায্যে বিভিন্ন রোগের চিকিৎসায় নাম কুড়িয়েছে এই হাসপাতাল। এবার চর্ম বিভাগের চিকিৎসা পরিষেবার নতুন পালক লেজার সার্জারি।
বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ হাসপাতালে বিভিন্ন রোগের পাশাপাশি চর্মবিভাগেও রোগীর সংখ্যা বেশ ভালই। হাসপাতাল সুত্রে জানা গিয়েছে, শুধু চর্ম বিভাগে চর্ম জনিত নানান সমস্যা নিয়ে প্রতিদিন প্রায় পাঁচশোর অধিক রোগী চিকিৎসা করাতে আসেন।
চর্মের নানান রোগের সঙ্গে প্রায় ১০ শতাংশ রোগী আসেন যাঁদের মুখে নানান দাগজনিত সমস্যা রয়েছে। যা জন্মগত কারণেই হোক বা রোগজনিত কারনেই হোক। এই সমস্ত সমস্যাগুলি যাঁদের মুখের সৌন্দর্য্যকে নষ্ট করেছে, তা নিয়ে নিয়মিত চিন্তিত রোগীরা।
এই সব দাগ সারাতে লেজার সার্জারি জাদুর মতো কাজ করবে বলেই মত চর্ম বিশেষজ্ঞদের। এছাড়াও মুখের কালো, লাল দাগ, জরুল এই সমস্ত সমস্যাগুলিও নিমেষেই গায়েব করবে এই অত্যাধুনিক মেশিন।
এছাড়াও অনেক মহিলা রয়েছেন যাঁদের মুখের মধ্যে ছেলেদের মতন চুল গজিয়ে যায়। ডাক্তারি ভাষায় একে বলা হয় হার্সিডিসম। এই রোগ লেজার সার্জারির মাধ্যমে নির্মূল করা যাবে অনায়াসেই।
চর্ম বিভাগের চিকিৎসরা জানাচ্ছেন, অনেক রোগী আসছেন। মেডিসিন বা মলম লাগিয়ে বা অনান্য পদ্ধতিতে পুরোপুরি নির্মূল করা এতদিন পর্যন্ত সম্ভব হতো না।
কিন্তু অত্যাধুনিক লেজার মেশিনের সাহায্যে কোনও পার্শ্বপ্রতিক্রিয়া ছাড়াই রোগীদের এই রোগগুলি নির্দিষ্ট কোর্সের মাধ্যমে পুরোপুরি নির্মূল করা সম্ভব।
এপ্রসঙ্গে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ ও হাসপাতালের চর্মরোগ বিশেষজ্ঞ অর্ঘ্যপ্রসূন ঘোষ জানাচ্ছেন, চর্ম বিভাগের নতুন আলো এই লেজার সার্জারি। রাজ্যের বিভিন্ন জেলার মেডিক্যাল কলেজ ও হাসপাতালগুলির মধ্যে বাঁকুড়ায় প্রথম এই মেশিন দিয়ে চিকিৎসা পরিষেবা শুরু হচ্ছে।
অনেক চর্ম রোগীর চিন্তা দূর করবে এই মেশিন। এমনই দাবি হাসপাতাল কর্তৃপক্ষের। বেসরকারি হাসপাতালে এই চিকিৎসা অনেক ব্যয়বহুল। বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ থেকে এবার বিনামূল্যে অত্যাধুনিক এই মেশিনের দ্বারা চর্ম রোগের ক্রনিক সমস্যাগুলি থেকে রোগীরা মুক্তি পাবেন।
এইভাবেই বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ হাসপাতাল পরিকাঠামোর উন্নয়ন ও নতুন প্রযুক্তি বিজ্ঞানকে ব্যবহার করে রোগী পরিষেবায় দিশা দেখাচ্ছে। হাসপাতালের অধ্যক্ষ পার্থপ্রতিম প্রধান জানিয়েছেন, বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ হাসপাতাল চিকিৎসা পরিষেবার বড় ভরসার ও নির্ভরযোগ্য প্রতিষ্ঠান।
শুধু বাঁকুড়া জেলা নয়। পুরুলিয়া, দুর্গাপুর, মেদিনীপুর, আসানসোল, বরাকর, বর্ধমান, হুগলি ও প্রতিবেশী রাজ্য ঝাড়খণ্ড, বিহার বিভিন্ন প্রান্ত থেকে চিকিৎসা পরিষেবার জন্য ছুটে আসেন এই হাসপাতালে।
চিকিৎসা পরিষেবায় অভিজ্ঞ চিকিৎসকদের বিভিন্ন রোগের সঠিক চিকিৎসা রোগীদের বিশ্বাস বাড়িয়েছে। নতুন মেশিন দিয়ে চর্ম রোগের চিকিৎসা পরিষেবা থেকে অনেকেই উপকৃত হবেন বলে আশাবাদী হাসপাতালে চিকিৎসা করাতে আসা রোগী ও রোগীর আত্মীয়রা। এইভাবেই রোগী পরিষেবা দিয়ে এগিয়ে চলুক বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ হাসপাতাল। এমনটাই দাবি রোগী ও রোগীর আত্মীয় এবং জেলাবাসীর।