এক্সপ্লোর
সন্ত্রাসের অভিযোগ নিয়ে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ বামেরা

কলকাতা: ভোট পরবর্তী সন্ত্রাসের অভিযোগে আগেই রাজ্যপালের কাছে গিয়ে নালিশ জানিয়েছে বামেরা। মঙ্গলবার, বিধানসভায় তারা গেলেন মুখ্যমন্ত্রীর কাছে। এ দিন, সুজন চক্রবর্তী, অশোক ভট্টাচার্য, আনিসুর রহমান, বিশ্বনাথ চৌধুরীরা মুখ্যমন্ত্রীর কাছে গিয়ে অভিযোগ করেন, ভোট মিটে গেলেও বিরোধীদের উপর হামলা চলচ্ছে। দাবি জানান, সন্ত্রাস বন্ধের। সূত্রের খবর, মুখ্যমন্ত্রী তাঁদের আশ্বাস দিয়েছেন। তৃণমূল আগেই দাবি করেছে, সন্ত্রাস হচ্ছে না। কিন্তু, বিরোধীরা তাঁদের অবস্থানে অনড়। শাসক দলের বিরুদ্ধে ভোট পরবর্তী সন্ত্রাসের অভিযোগে সম্প্রতি বাম-কংগ্রেস জোটের ছবি একাধিকবার দেখা গিয়েছে। কখনও তাঁরা একসঙ্গে রাজ্যপালের কাছে গিয়েছেন। কখনও আবার বামেদের মঞ্চে দেখা গিয়েছে প্রদেশ কংগ্রেস নেতৃত্বকে। এ দিন বিধানসভায়, কংগ্রেস-সিপিএম, দু’দলের নেতৃত্বের গলাতেই ছিল জোট বার্তা। কংগ্রেস পরিষদীয় দলনেতা কংগ্রেসের পাশাপাশি জোটের পক্ষ থেকেও বিধানসভার নবনির্বাচিত অধ্যক্ষকে শুভেচ্ছা জানান। অন্যদিকে সিপিএম বিধায়ক অশোক ভট্টাচার্য বলেন, যে কারণে জোট সেই কারণ রয়েছে। তৃণণূলের সন্ত্রাসকে রোখাই মূল লক্ষ্য। এর জন্য জোট দরকার। কংগ্রেস ছাড়া কি তা সম্ভব? বিধানসভার বাইরে শোনা গিয়েছে হুঁশিয়ারি। সিপিএম রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র বলেছেন, সন্ত্রাস বন্ধ না হলে বড়সড় আন্দোলনের মুখে পড়তে হবে সরকারকে। বাম-কংগ্রেসকে পাল্টা কটাক্ষ করেছে তৃণমূল। দলের বিধায়ক সৌরভ চক্রবর্তী বাম-জমানায় সন্ত্রাসের প্রসঙ্গ তুলে তোপ দেগেছেন। রাজ্য বিজেপি নেতৃত্বও চায়, দলবেঁধে বিরোধিতার পথে হাঁটতে। বিজেপি বিধায়ক দিলীপ ঘোষ বলেন, সবাই মিলেই সরকার বিরোধিতায় নামতে হবে।সব মিলিয়ে, বিরোধীদের গলায় ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন
POWERED BY
সেরা শিরোনাম
ক্রিকেট
লাইফস্টাইল-এর
ক্রিকেট
খেলার






















