Local Train Service: ফিরল চেনা ছবি, সপ্তাহের প্রথমদিন ট্রেনে বাদুড়ঝোলা ভিড়
Train Service: করোনা আবহে প্রায় সাড়ে ৬ মাস বন্ধ থাকার পর, রবিবার থেকে রাজ্যে ফের চালু হয়েছে লোকাল ট্রেন। লোকালের চাকা গড়াতেই ফিরেছে ভিড় ট্রেনের চেনা ছবি।
কলকাতা: সপ্তাহের প্রথম দিন ফিরল চেনা ছবি, সকাল থেকেই ট্রেনে (Train) বাদুড়ঝোলা ভিড়। করোনা আবহে প্রায় সাড়ে ৬ মাস বন্ধ থাকার পর, রবিবার থেকে রাজ্যে ফের চালু হয়েছে লোকাল ট্রেন। লোকালের (Local Train) চাকা গড়াতেই ফিরেছে ভিড় ট্রেনের চেনা ছবি। শিয়ালদা (Sealdah) শাখায় ভোর থেকে সমস্ত ট্রেনেই ভিড়।
সপ্তাহের প্রথম কাজের দিন। পুরোদস্তুর অফিস শুরু। রেলের প্রতিটি শাখাতেই প্রায় ছবিটা এক। অনেক ক্ষেত্রেই দূরত্ববিধি মানতে দেখা যাচ্ছে না যাত্রীদের। নির্দেশ অমান্য করে মাস্ক ছাড়াই দেখা গেল বেশ কয়েকজনকে। ট্রেনে ৫০ শতাংশ যাত্রী ওঠার অনুমতি দেওয়া হলেও তা যে মানা সম্ভব হচ্ছে না, তা জানাচ্ছেন খোদ যাত্রীরা। ট্রেনের ভেতর শিকেয় দূরত্ববিধি। কারোর মুখে আবার নেই মাস্কও। হাওড়া (Howrah) স্টেশনে পরিচিত ভিড়। শিয়ালদা (Sealdah) দক্ষিণ শাখায় ক্যানিং লাইনে চম্পাহাটি স্টেশনে অসচেতনতার ছবি। সপ্তাহের প্রথম কাজের দিনে ট্রেনে থিকথিকে ভিড়। একইভাবে সকাল থেকেই বনগাঁ লোকালে চেনা ছবি।
রাজ্য সরকারের অনুরোধেই এরাজ্যে লোকাল ট্রেন বন্ধ ছিল। রাজ্য গ্রিন সিগনাল দিয়ে দেওয়ায়, রবিবার থেকেই লোকাল ট্রেন পরিষেবা শুরু হয়। করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ের মোকাবিলায় ৫ মে লোকাল ট্রেন বন্ধের সিদ্ধান্ত ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। প্রথমে দু’সপ্তাহের জন্য লোকাল ট্রেন বন্ধ করা হয়। পরে দফায় দফায় ট্রেন চলাচলে নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ানো হয়। পুজোর সময়ও লোকাল ট্রেন পরিষেবা বন্ধই ছিল। চলেছে কিছু স্পেশাল ট্রেন। কর্মস্থল খুলে গেলেও, পুরোদমে লোকাল ট্রেন চালু না হওয়ায়, এতদিন গন্তব্যে পৌঁছতে হয়রানির শিকার হতে হয়েছে বহু মানুষকে। এই পরিস্থিতিতে গত শুক্রবার নবান্নের তরফে নির্দেশিকা জারি করা হয়। যেখানে বলা হয়, মোট আসনের ৫০ শতাংশ অর্থাৎ অর্ধেক যাত্রী নিয়ে রাজ্যের মধ্যে ট্রেন চলাচল শুরু করা যেতে পারে। নবান্ন নির্দেশিকা অনুযায়ী লোকাল ট্রেন চলা শুরু হওয়ায় খুশি যাত্রীরা।
আরও পড়ুন: Hooghly: ঊর্ধ্বমুখী করোনা সংক্রমণ, নিয়মবিধি পালনে কড়াকড়ি সিঙ্গুরে