এক্সপ্লোর
Advertisement
মাধ্যমিকে প্রথম দশে ৬৮ জন পরীক্ষার্থী, প্রথম অন্বেষা পাইন
কলকাতা: প্রকাশিত হল এবছরের মাধ্যমিক পরীক্ষার ফল। প্রথম দশে রয়েছেন ৬৮ জন। মেধাতালিকায় জেলারই জয়জয়কার। প্রথম হয়েছেন বাঁকুড়া বিবেকানন্দ শিক্ষা নিকেতন হাইস্কুলের অন্বেষা পাইন। তাঁর প্রাপ্ত নম্বর ৬৯০। যুগ্মভাবে দ্বিতীয় বাঁকুড়া জেলা স্কুলের মোজাম্মেল হক ও হুগলির রামনগর হাইস্কুলের অনির্বাণ খাঁড়া। দুজনেরই প্রাপ্ত নম্বর ৬৮৯। তৃতীয় হয়েছেন বীরভূমের রামপুরহাট হাইস্কুলের দীপ্তেশ পাল। প্রাপ্ত নম্বর ৬৮৮।
চতুর্থ স্থানে ছয়জন- বাঁকুড়া জেলা স্কুলের সায়ম কর্মকার, মালদা রামকৃষ্ণ বিবেকানন্দ হাইস্কুলের স্বপ্ননীল মিশ্র, বহরমপুর মহারাণি কাশীশ্বরী বিয়াস সরকার, আলিপুরদুয়ার কামাখ্যাগুড়ি স্কুলের চন্দ্রানী কর্মকার,বাঁকুড়া বিবেকানন্দ শিক্ষানিকেতনের সুবর্ণ দে, সুন্দরবন আদর্শ বিদ্যামন্দিরের মাসুম আখতার।
চতুর্থ স্থানাধিকারীদের প্রাপ্ত নম্বর ৬৮৭।
পঞ্চম- কোচবিহারের দিনহাটার ইশিকা সাহা, বীরভূমের শঙ্খ পাল, দক্ষিণ দিনাজপুরের সৃজা অধিকারী, যাদবপুর বিদ্যাপীঠের অরিত্র কুমার মন্ডল।প্রাপ্ত নম্বর ৬৮৬।
ষষ্ঠ- রায়গঞ্জ করোনেশন হাইস্কুলের স্নেহাশিস গুপ্ত, বাঁকুড়ার স্বাগতালক্ষ্মী মন্ডল, যাদবপুর বিদ্যাপীঠের সত্যম কর, বাঁকুড়া জেলা স্কুলের প্রতিক্ষাকান্তি মন্ডল, নব্যেন্দু ঘটক (কামারপুকুর রামকৃষ্ণ মিশন মাল্টিপার্পাস স্কুল, হুগলি), শ্রমন জানা (চন্দননগর শ্রী অরবিন্দ বিদ্যামন্দির, হুগলি)। প্রাপ্ত নম্বর ৬৮৫
সপ্তম- অনতাপ মিত্র (জেনকিন্স স্কুল, কোচবিহার), শতাব্দী গুহ নিয়োগী (নিউটাউন গার্লস হাই স্কুল, কোচবিহার), বাসুদেব বসাক (ললিতমোহন আদর্শ উচ্চ বিদ্যালয়, বালুরঘাট), দীপেন্দু গড়াই (বিন্দুবসনি জুবিলি হাই স্কুল, সোনামুখী), অনিন্দ্যসুন্দর শতপথী (বাঁকুড়া জেলা স্কুল), সুকান্ত কুণ্ডু (বড়জোড়া হাই স্কুল, বাঁকুড়া), জিষ্ণু পাল (বীরভূম জেলা স্কুল), পশ্চিম মেদিনীপুরের রাহুল মান্না । প্রাপ্ত নম্বর ৬৮৪।
অষ্টম- অন্বেষা দাস (আশালতা বসু বিদ্যালয়, জলপাইগুড়ি), শোভন দেব (রায়গঞ্জ করোনেশন হাই স্কুল, উঃ দিনাজপুর), সায়ন কুণ্ডু (হোবার সম্মিলনী হাই স্কুল, বাঁকুড়া), দিশা গোস্বামী (বিবেকানন্দ শিক্ষা নিকেতন হাই স্কুল, বাঁকুড়া), রূপকথা চন্দ (নবনালন্দা শান্তিনিকেতন হাই স্কুল, বীরভূম), শোভন মণ্ডল (কোটাশূর হাই স্কুল, বীরভূম), সায়ন্তিকা হুই (মেদিনীপুর মিশন গার্লস স্কুল), ঋষিতা মাইতি (মোঙলামারো মঙ্গলা অ্যাকাডেমি, পূঃ মেদিনীপুর), ঋতম নাথ ( কৃষ্ণনগর কলেজিয়েট স্কুল), মহঃ সায়ম সফিক (দেলুগ্রাম মানপুর বক্সির হাইস্কুল)। প্রাপ্ত নম্বর ৬৮৩।
নবম- হয়েছেন অয়ন মজুমদার (ধূপগুড়ি হাইস্কুল, জলপাইগুড়ি), সায়ন্তন মুখার্জি (বিবেকানন্দ শিক্ষানিকেতন হাই স্কুল, বাঁকুড়া), সঙ্গীতা মণ্ডল (বিবেকানন্দ শিক্ষানিকেতন হাই স্কুল, বাঁকুড়া), অদৃতা দাস (চুঁচুড়া বালিকা বাণী মন্দির, হুগলি), স্বস্তিক পৌরাণিক (কাঁথি মডেল ইন্স্টিটিউশন, পূঃ মেদিনীপুর), স্নেহা সামন্ত (মহিষাদল গায়েশ্বরী গার্লস হাই স্কুল, পূঃ মেদিনীপুর), মৈনাক জানা (নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন), ইশিকা বিশ্বাস (হাবড়া কামিনীকুমার গার্স হাইস্কুল, উঃ ২৪ পরগনা), দেবাঞ্জন সরকার (অশোকনগর বয়েজ সেকেন্ডারি স্কুল, উঃ ২৪ পরগনা), মধুমন্তী দে (সরস্বতী বালিকা বিদ্যালয় এবং শিল্প শিক্ষা সদন, কলকাতা), সৌম্যজিত্ বসাক (যাদবপুর বিদ্যাপীঠ)। প্রাপ্ত নম্বর ৬৮২।
দশম- বালুরঘাটের বাঁকুড়ার জয়পুরের তথাগত মুখোপাধ্যায়, বাঁকুড়ার ঋষন্ত পাল, সাঁইথিয়ার রাকেশ দে, মেমারির অর্ধেন্দুমৌলি ঘোষ, বর্ধমানের শেখ আফ্রিদি, পশ্চিম মেদিনীপুরের কল্যাণ নন্দী, চন্দননগরের অনীক ভৌমিক, আড়ংঘাটার ঐশিকা চক্রবর্তী, বারাসতের অয়ন মজুমদার, লেকটাউনের দীপপ্রকাশ বসু, নন্দকুমারের সুরজিত সাউ, শুভদীপ দে (নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন), দক্ষিণ ২৪ পরগনার আব্দুল খান, হাওড়ার কদমতলার রৌনক চন্দ্র
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
জেলার
Advertisement