মাধ্যমিকের ফলপ্রকাশ শনিবার
কলকাতা: শনিবার মাধ্যমিকের ফলপ্রকাশ। সকাল ১০টা থেকে পর্ষদের বিতরণ কেন্দ্র থেকে স্কুলগুলিকে মার্কশিট বিলি। ওইসময় থেকে ওয়েবসাইট ও এসএমএসে-ও জানা যাবে ফল। মধ্যশিক্ষা পর্ষদ জানিয়েছে, ২৭ মে, অর্থাৎ শনিবার সকাল ৯টায় আনুষ্ঠানিকভাবে ফলপ্রকাশ হবে। সকাল ১০টা থেকে স্কুলগুলিকে পর্ষদের বিতরণ কেন্দ্র থেকে মার্কশিট ও শংসাপত্র দেওয়া হবে। সকাল ১০টা থেকে ওয়েবসাইটেও জানা যাবে ফল। ওয়েবসাইটগুলি হল -- http://wbresults.nic.in, www.exametc.com, www.wbbse.org, www.indiaresults.com, www.knowyourresult.com, www.schools9.com, www.resultsout.com, www.jagranjosh.com। এসএমএসের মাধ্যমে ফল জানতে গেলে, আপনাকে মোবাইল ফোনের রাইট মেসেজ অপশনে গিয়ে টাইপ করতে হবে, WB10। তারপর স্পেস দিয়ে রোল নম্বর। পাঠাতে হবে 54242, 58888, 5676750 বা 56263 নম্বরে। www.exametc.com- এ রোল নম্বর ও মোবাইল নম্বর প্রি-রেজিস্টার করলে, বিনামূল্যে এসএমএসের মাধ্যমে ফল জানা যাবে। এবার মাধ্যমিক পরীক্ষা হয় ২২ ফেব্রুয়ারি। পরীক্ষার্থীর সংখ্যা ১০ লক্ষ ৭১ হাজার ৭১৭। নতুন আদলের মাধ্যমিকে ৯০ নম্বরের লিখিত পরীক্ষার ৪০ শতাংশই ছিল মাল্টিপল চয়েস এবং এক নম্বরের সংক্ষিপ্ত প্রশ্ন। ছিল নম্বর তোলার দেদার হাতছানি।