Malda: চাঁচলে জামাইকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুনের চেষ্টা, শ্বশুর ও শ্যালকের বিরুদ্ধে অভিযোগ
ধারালো অস্ত্র দিয়ে জামাইকে খুনের চেষ্টা। এমনই গুরুতর অভিযোগ উঠল শ্বশুর ও শ্যালকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে মালদায়। মালদার চাঁচল এলাকায় ধারালো অস্ত্র দিয়ে জামাইকে কুপিয়ে খুনের চেষ্টা।
করুণাময় সিংহ, মালদা: ধারালো অস্ত্র দিয়ে জামাইকে খুনের চেষ্টা। এমনই গুরুতর অভিযোগ উঠল শ্বশুর ও শ্যালকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে মালদায়। মালদার চাঁচল এলাকায় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুনের অভিযোগ উঠল শ্বশুর ও শ্যালকের বিরুদ্ধে। নিজের জামাইকে প্রাণে মেরে ফেলার জন্য রাতের অন্ধকারে ধারালো অস্ত্র দিয়ে কোপানোর চেষ্টা করেছিলেন শ্বশুর ও শ্যালক। এদিকে এই ঘটনার পরই চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
হামলায় গুরুতর জখম জামাইকে ভর্তি করা হয়েছে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। ঘটনাটি ঘটেছে মালদার চাঁচলের চাঁদপুর এলাকায়। পারিবারিক বিবাদের ছবিই উঠে আসছে এই ঘটনায়। আক্রান্ত জামাইয়ের নাম সেরাজুল খাতুন। জানা গিয়েছে চাঁদপুরের বাসিন্দা সেরাজুল আলির সঙ্গে প্রায় তিন বছর ধরে বিবাদ চলছিল তাঁর স্ত্রী সুলেখা খাতুনের। সেই অশান্তিরই ফল এটা, মনে করা হচ্ছে। এমনকী পারিবারিক অশান্তির জেরে প্রায় দু'বছর আগে সুলেখা বাপের বাড়ি চলে যায় বলেও অভিযোগ। দূরত্ব বাড়তে ঝামেলাও আরও বেড়েছিল। স্বামী স্ত্রীয়ের মধ্যে এই বিবাদ পরিবারেও প্রভাব ফেলেছিল। কিন্তু এমন ভয়ানক কাণ্ড ঘটিয়ে ফেলবেন কেউ তা বোধহয় কেউ আন্দাজও করতে পারেনি।
স্ত্রী সুলেখা বাড়ি চলে গেলেও স্বামীর সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে ঝামেলা চলতে থাকে। তর্ক- বিতর্ক চলতেই থাকে। ২ পরিবারের মধ্যেও দূরত্ব বাড়তে থাকে ও সম্পর্ক আরও তলানিতে পৌঁছোয়। অভিযোগ, শুক্রবার রাতে কাজের থেকে বাড়ি ফিরছিলেন সেরাজুল। সেই সময়ই স্থানীয় চাঁচল থানার মাড়োয়ারি পাড়ার কাছে সেরাজুলের ওপর ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায় তার শ্বশুর ও শ্যালক। ঘটনায় গুরুতর জখম হন সেরাজুল। আক্রান্তকে মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এদিকে এই ঘটনার পরই চাঁচোল থানায় অভিযোগ জানানো হয়েছে শ্বশুর ও শ্যালকের বিরুদ্ধে। ঘটনার তদন্ত শুরু করেছে চাঁচল থানার পুলিশ। পারিবাক দ্বন্দ্ব ছাড়া আর কোনও দিক আছে কিনা এই আক্রমণের নেপথ্যে তা খতিয়ে দেখছে পুলিশ।