Bangladesh News: সুখদেবপুরে অনুপ্রবেশের চেষ্টা বাংলাদেশিদের, পাল্টা তাড়া BSF-এর। তারপর...
Bangladesh: ত্রিপুরার পর মালদা, সীমান্তে ফের আক্রান্ত BSF! সীমান্তের ওপার থেকে BSF-কে বোমা, পাথর! লাগাতার যুদ্ধের জিগির তোলা বাংলাদেশিদের হামলা! সীমান্তের ওপার থেকে বোমা-পাথর, আহত ২ BSF জওয়ান । সীমান্ত পেরিয়ে এপারে ঢুকে ওপারের কট্টরপন্থীদের হামলা । BSF-এর তাড়ায় পালাল বাংলাদেশিরা লাগাতার হিন্দুদের উপর হামলা, মৌলবাদীদের যুদ্ধের জিগির! । সীমান্তে ইউনূস সরকারের মহড়া, উস্কানির মধ্যেই আক্রান্ত ভারত!
ফের ভোগান্তি হাওড়া লাইনের ট্রেনে, রবিবারে বাতিল আরও ট্রেন, সময়ও বদল
এক মাস হাওড়া শাখায় বাতিল রয়েছে একাধিক ট্রেন। এরই মধ্যে রবিবার আরও বেশ কয়েকটি ট্রেন বাতিলের কথা জানিয়েছে পূর্ব রেল। ট্রাফিক এবং পাওয়ার ব্লকের জেরে রবিবার বেশ কয়েকটি ট্রেন বাতিল করা হয়েছে। রবিবার অর্থাৎ ১৯ তারিখ তারকেশ্বর থেকে ৩৭৩৩৪ ট্রেনটি বাতিল করা হয়েছে। হাওড়া থেকে তারকেশ্বর যাওয়ার ৩৭৩২৩ ট্রেনটি বাতিল করা হয়েছে।
বেশ কিছু ট্রেনের সময়ও বদল হয়েছে। যেমন- ৩৭৭৪৯ ব্যান্ডেল কাটোয়া লোকাল ব্যান্ডেল থেকে ১২টা ১৫ মিনিটের বদলে ১২.৪৫ মিনিটে ছাড়বে। ৩৭৩৭৪ গোঘাট হাওড়া লোকাল- গোঘাট থেকে ১টা ১০ মিনিটের বদলে ১৩.২০ মিনিটে ছাড়বে।

















