লালকেল্লাই তাঁর টার্গেট, বাংলা নিজে বসবে না, অন্যকে বসাবে, বিজেপিকে আক্রমণ মমতার
বাঁকুড়া ও কলকাতা: ত্রিপুরায় রাজনৈতিক সন্ত্রাস নিয়ে দেশ যখন তোলপাড়, তখন ফের বিজেপির বিরুদ্ধে সুর চড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবারের পর মঙ্গলবার আবারও তিনি জানালেন, লালকেল্লাই তাঁর টার্গেট। যদিও, একইসঙ্গে এ-ও জানিয়ে দেন, বাংলা নিজে বসবে না, অন্যকে বসাবে।
এদিন মমতা বলেন, দেশের মানুষ ডুবে যাচ্ছে। মানুষকে বাঁচাতে হবে। বাংলা একটা রোল প্লে করবে। বাংলা চেয়ারের কেয়ার করে না। বাংলা চায় তোমরা বিদায় হও। তোমাদের টার্গেট যদি বাংলা। আমাদের লালকেল্লা। মানুষের কথা তৃণমূল না বললে কে বলবে?
তৃণমূলনেত্রীর এই মন্তব্যের পাল্টা কটাক্ষ ছুড়ে দিয়েছে বিজেপি। দলের সাধারণ সম্পাদক কৈলাশ বিজয়বর্গীয় বলেন, বাংলার উপনির্বাচনে ভোট বেড়েছে বিজেপির। লোকসভা নির্বাচনে মমতাকে তাঁর সীমা বুঝিয়ে দেওয়া হবে। আবার রাজ্য সভাপতি দিলীপ ঘোষের কটাক্ষ, মমতার দোকান খুব তাড়াতাড়ি বন্ধ হয়ে যাবে।