(Source: ECI/ABP News/ABP Majha)
Mamata Banerjee: কাশফুল দিয়ে বালিশ, বালাপোশ বানানোর আইডিয়া মুখ্যমন্ত্রীর
উন্নয়নের জন্য প্রয়োজনীয় কাঁচামাল হিসেবে হাঁসের পালক সকলের দুয়ারে দুয়ারে পৌঁছে দেওয়ার পরামর্শ দিলেন মুখ্যমন্ত্রী।
কলকাতা: হাওড়ার (Howrah) শরৎ সদনে বৃহস্পতিবার প্রশাসনিক বৈঠক থেকে একাধিক নয়া শিল্পের 'আইডিয়া' দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিনের বৈঠক থেকে মমতা সাফ জানিয়ে দেন বাংলাকে 'শিল্পক্ষেত্র' হিসেবে তৈরি করা তাঁর লক্ষ্য। সেই মতো এদিন নানা পরিকল্পনাও জানান তিনি। কাশফুল দিয়ে বালিশ, বালাপোশ তৈরির ভাবনার কথাও জানান মমতা।
কী জানিয়েছেন মুখ্যমন্ত্রী?
"আমার আরেকটা আইডিয়া আছে, এই যে কাশফুল হয় বাংলায়। পুজোর একমাস আগে থেকে দেখতে পাওয়া যায়। পুজোর একমাস পর উড়ে চলে যায়। এই কাশফুলকে যদি টেকনিক্যালি, কেমিক্যালি...কী দিতে হবে আমি জানি না, সেটা রিসার্চ করে দেখে আমরা বালিশ, বালাপোশ ওইগুলি তৈরি হতে পারে দারুণ ভালভাবে। যাঁদের আর্থিক ক্ষমতা আছে তারা কিন্তু এইগুলি কিনবেন। সুতরাং ওই কাশফুল কীভাবে ব্যবহার করা যায় সেটা দেখা উচিত। এটা আসে, চলে যায়। যেমন গাছের পাতা থেকে অনেক ওষুধ হয়,তেমন কাশফুল কিন্তু অনেক কাজে লাগবে। যেমন হাঁসের পালক ছাড়াও মুরগির পালক দিয়েও কর্ক বানানোর কথা ভাবা যেতে পারে।"
আরও পড়ুন, 'শিল্পায়নের জন্য জমি পেতে দেরি বিনিয়োগকারীদের, বরদাস্ত করা হবে না' ভূমি দফতরের কাজে ক্ষুব্ধ মমতা
বৃহস্পতিবার হাওড়ার শরৎ সদনে প্রশাসনিক বৈঠক থেকে একাধিক নয়া শিল্প, কর্মসংস্থানের দিশা দেখালেন মুখ্যমন্ত্রী । জেলার শিল্পন্নোয়নের জন্য একাধিক উদ্যোগের কথা তুলে ধরেন মমতা তিনি। উলুবেড়িয়ায় শাটল কক ক্লাস্টার রয়েছে। তার আরও উন্নয়নের জন্য প্রয়োজনীয় কাঁচামাল হিসেবে হাঁসের পালক সকলের দুয়ারে দুয়ারে পৌঁছে দেওয়ার পরামর্শ দিলেন মুখ্যমন্ত্রী। মমতার মতে, যদি হাঁসের পালকের বন্দোবস্ত করা হয়, তাহলে ক্লাস্টারে যে শাটল কক শিল্প চলছে, তা আরও এগিযে যাবে। সেই আর্জি শুনে সংশ্লিষ্ট আধিকারিকদের প্রয়োজনীয় পদক্ষেপের নির্দেশ দেন মমতা।