এক্সপ্লোর

Mamata Banerjee Rally: 'চাকরি পেতে কাউকে এক পয়সাও নয়, কেউ চাইলে এফআইআর করুন', চাকরিপ্রার্থীদের বার্তা মমতার

'বহিরাগতরা ঢুকলে তাদের নামে এফআইআর করুন, না নিলে আমাদের কার্যালয়ে জানান' বললেন তৃণমূলনেত্রী

উত্তর ২৪ পরগনা: ‘চাকরি পাওয়ার জন্য কাউকে এক পয়সাও দেবেন না। যদি কেউ চায় তাহলে তার নামে এফআইআর করবেন।’ রাজ্যের যুব সম্প্রদায় তথা চাকরিপ্রার্থীদের জন্য এই আর্জি করলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

বনগাঁর গোপালনগরের জনসভায় তিনি বলেন, ‘চাকরি পাওয়ার জন্য কাউকে এক পয়সাও দেবেন না। যদি কেউ চায় তাহলে তার নামে এফআইআর করবেন। পাড়ায় পাড়ায় বহিরাগতরা ঢুকলে তাদের আটকান। বহিরাগতরা ঢুকলে তাদের নামে এফআইআর করুন। এফআইআর না নিলে আমাদের কার্যালয়ে জানাবেন।’ তিনি যোগ করেন, রাজ্যে ভবিষ্যৎ বিনিয়োগ ও কর্মসংস্থান প্রসঙ্গে মমতা বলেন, নিউটাউনে আইটি সেক্টরে দুশো একরে সিলিকন ভ্যালি তৈরি হচ্ছে।’

সম্প্রতি, মমতা ঘোষণা করেছিলেন, উচ্চমাধ্যমিক ও হাই মাদ্রাসা পাঠরত সাড়ে ৯ লক্ষ ছাত্র-ছাত্রীকে ট্যাব দেওয়া হবে অনলাইনে পড়ার জন্য। এদিনও সেই প্রসঙ্গটি উত্থাপন করেন। আরও বলেন, ‘তপশিলিদের জন্য তপশিলি পেনশন চালু করা হয়েছে। পুজো যাদের জীবিকা তারা সকলেই পুরোহিত ভাতা পাবেন।’

মমতা মনে করিয়ে দেন, আইনের মধ্যে থেকে যে কাজ করা সম্ভব সবই করা হয়।’ বলেন, ‘রাজ্যের প্রতি বঞ্চনা আর লাঞ্ছনা চলছে। আট বছরে বাংলা যা করেছে তা উদাহরণযোগ্য।’

রাজ্যের স্বাস্থ্যসাথী প্রকল্প ও দুয়ারে সরকার কর্মসূচির হয়ে জোর সওয়াল করেন তিনি। বলেন, ‘ স্বাস্থ্য বিমার জন্য দুয়ারে সরকার প্রকল্পে যেতে পারবেন। ঘূর্ণিঝড়ে কোনও টাকা দেয়নি কেন্দ্রীয় সরকার। আমাদের টাকাই আমাদের আগাম দিয়েছিল।

সিএএ নিয়ে কেন্দ্রকে তীব্র আক্রমণ করেন তৃণমূলনেত্রী। বলেন, ‘সিএএ করে প্রতারণার চেষ্টা করা হচ্ছে। রাজ্য সরকারের উদ্বাস্তু কলোনিগুলিকে স্বীকৃতি দিয়েছি। অন্য সব কলোনিগুলিকেও স্বীকৃতি দেওয়া হয়েছে।’

তৃণমূলনেত্রী জানিয়ে দেন, রাজ্যে এনআরসি-এনপিআর হবে না। বলেন, ‘রাজ্যে এনআরসি-এনপিআর করতে দেব না। রাজ্যকে গুজরাত বানাতে দেব না।’

বিজেপির পাশাপাশি সিপিএমকেও তুলোধনা করেন। বলেন, ‘সিপিএম-এর হার্মাদরা বিজেপির ওস্তাদ হয়ে গেছে। বাইরে থেকে আরএসএস-এর গুন্ডা নিয়ে আসছে।’

বিরোধীদের তৃণমূলনেত্রীর চ্যালেঞ্জ ক্ষমতা থাকলে রাজনৈতিক-গণতান্ত্রিকভাবে লড়াই কর। বলেন, ‘বাইরে মানুষরা এসে মতুয়াদের হিন্দুধর্ম শেখাচ্ছে। এরা বহিরাগত, বাংলার লোক নয়। ক্ষমতা থাকলে রাজনৈতিক-গণতান্ত্রিকভাবে লড়াই কর।’

আগামী কয়েকমাসে আলু-পেঁয়াজের দাম কী হতে পারে, তা জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়। বনগাঁর গোপালনগরের জনসভা থেকে সব্জির মূল্যবৃদ্ধি নিয়ে কেন্দ্রকে তুলোধনা করেন তিনি। উদ্বেগের সুরে তৃণমূলনেত্রী বলেন, ‘আলু, পেঁয়াজ ডাল কিছুই আর অত্যাবশ্যকীয় পণ্য নয়। মানুষের আর আলুসেদ্ধ-ভাত খাওয়ার সামর্থ্য থাকবে না। শীত পেরোলেই আলুর কেজি হবে ৫০ টাকা। পেয়াঁজের কেজি হয়ে যাবে ১৮০ টাকা।’

কৃষক আন্দোলন নিয়েও কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়ান মমতা। বলেন, ‘কৃষকদের জমি কেড়ে নিয়েছে। আগামীদিনে কৃষকরা কোথায় যাবে ? গায়ের জোরে কৃষক বিরোধী তিনটি আইন করেছে। কৃষকরা যা তৈরি করে জোতদার, আড়তদাররা নিয়ে নেবে। কৃষকদের জীবনের আর কোনও দাম থাকবে না। কৃষকরা তাই আন্দোলন করছেন, আমরা পাশে আছি।’

এর আগে, জনসভা থেকে মতুয়াদের বার্তা দেন মমতা। বলেন, বললেন, ‘মতুয়ারা সকলেই এদেশের নাগরিক। আপনাদের কোনও প্রমাণপত্রের প্রয়োজন নেই। জন্মগতভাবে বাড়িতে একজন থাকলেই জাতিগত শংসাপত্র।’

বনগাঁ লোকসভা কেন্দ্রটি খুবই গুরুত্বপূর্ণ। বিধানসভা নির্বাচনে মতুয়া ভোট ফেরানোই লক্ষ্য তৃণমূলের। গত লোকসভা ভোটে তৃণমূলের কাছ থেকে আসনটি ছিনিয়ে নেয় বিজেপি।

মতুয়া ভোটের বড় অংশ বিজেপি পাওয়ায় এই কেন্দ্রে পিছিয়ে পড়ে তৃণমূল। ফলে বিধানসভা নির্বাচনের আগে এই কেন্দ্রে দাঁড়িয়েই আজ বিজেপির বিরুদ্ধে সর্বাত্মক লড়াইয়ের ডাক দেন মমতা বন্দ্যোপাধ্যায়।

সেই প্রেক্ষিতেই এদিনের সভা থেকে মতুয়াদের জন্য রাজ্য সরকারের নেওয়া বিভিন্ন পরদেপ স্মরণ করিয়ে দেন তিনি। বলেন, 'বড়মার চিকিৎসা আমি নিজে করিয়েছি। মতুয়াদের যে এত গোঁসাই আসতেন কেউ জানত না। এটা আমার পুরনো জায়গা।’

তিনি যোগ করেন, ‘আমরা বাউরি সম্প্রদায়ের জন্য করেছি। মতুয়া উন্নয়নে বোর্ড তৈরি করেছি। ১০ কোটি টাকাও দিয়ে দিয়েছি। কমিটি আপানারা তৈরি করলেই কাজ শুরু হবে।’

তিনি আরও বলেন, ‘হরিচাঁদ ঠাকুরের জন্মদিনে ছুটি ঘোষণা করে হবে। হরিচাঁদ গুরুচাঁদ বিশ্ববিদ্যালয়ের কাজ শুরু হয়ে গেছে। পশ্চিমবঙ্গের পাঠ্যপুস্তকে হরিচাঁদ ঠাকুরের জীবনী অন্তর্ভুক্ত হয়েছে।’

মতুয়া বড়মার পরিবারের এক সদস্য মমতাবালা সরকার তৃণমূলের প্রাক্তন সাংসদ, অপরজন শান্তুনু ঠাকুর বিজেপির বর্তমান সাংসদ। এই প্রেক্ষিতেই নাম না করে বিজেপিকে একহাত নেন মমতা। বলেন, ‘বিভেদের রাজনীতি করছে। মতুয়াদের ভেঙ্গে দিয়েছে।হিন্দু-মুসলমান ভাগ করছে।’

আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement

সেরা শিরোনাম

ISKCON Ratha Yatra : অকাল রথযাত্রার উদ্যোগ ISKCON-এর, প্রচণ্ড ক্ষুব্ধ পুরীর রাজা; আইনি পথে হাঁটার হুঁশিয়ারি
অকাল রথযাত্রার উদ্যোগ ISKCON-এর, প্রচণ্ড ক্ষুব্ধ পুরীর রাজা; আইনি পথে হাঁটার হুঁশিয়ারি
US Presidential Elections 2024: উদাহরণ তৈরির তাগিদ, না কি তীব্র জাতীয়তা বাদ? কমলা বনাম ট্রাম্প, আমেরিকার পরবর্তী প্রেসিডেন্ট কে?
উদাহরণ তৈরির তাগিদ, না কি তীব্র জাতীয়তা বাদ? কমলা বনাম ট্রাম্প, আমেরিকার পরবর্তী প্রেসিডেন্ট কে?
John Barla: বাড়িতে শাসক দলের নেতাদের বৈঠক, জন বার্লা কি তৃণমূলে যোগ দিচ্ছেন ? কাকে 'ওয়ান ম্যান আর্মি' কটাক্ষ ?
বাড়িতে শাসক দলের নেতাদের বৈঠক, জন বার্লা কি তৃণমূলে যোগ দিচ্ছেন ? কাকে 'ওয়ান ম্যান আর্মি' কটাক্ষ ?
Tarapith News: তারাপীঠে গণধর্ষণের শিকার গৃহবধূ, ধৃত ২ নাবালক সহ তিন
তারাপীঠে গণধর্ষণের শিকার গৃহবধূ, ধৃত ২ নাবালক সহ তিন
Advertisement
ABP Premium

ভিডিও

TMC News: আসানসোলে পেট্রোল পাম্পে তৃণমূল নেতার অনুগামীদের দাদাগিরি। ABP Ananda LiveTMC News: ফের রণক্ষেত্র শিক্ষাঙ্গন, কলেজে ঢুকে মারধরের অভিযোগ। ABP Ananda LiveBSF: চটির মধ্যে সোনার বিস্কুট ভরে পাচারের চেষ্টা, বানচাল বিএসএফেরBongaon News: বিসর্জনের সময় গন্ডগোল, অভিযোগকারীর বাড়িতে স্বামীকে নিয়ে চড়াও কাউন্সিলর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
ISKCON Ratha Yatra : অকাল রথযাত্রার উদ্যোগ ISKCON-এর, প্রচণ্ড ক্ষুব্ধ পুরীর রাজা; আইনি পথে হাঁটার হুঁশিয়ারি
অকাল রথযাত্রার উদ্যোগ ISKCON-এর, প্রচণ্ড ক্ষুব্ধ পুরীর রাজা; আইনি পথে হাঁটার হুঁশিয়ারি
US Presidential Elections 2024: উদাহরণ তৈরির তাগিদ, না কি তীব্র জাতীয়তা বাদ? কমলা বনাম ট্রাম্প, আমেরিকার পরবর্তী প্রেসিডেন্ট কে?
উদাহরণ তৈরির তাগিদ, না কি তীব্র জাতীয়তা বাদ? কমলা বনাম ট্রাম্প, আমেরিকার পরবর্তী প্রেসিডেন্ট কে?
John Barla: বাড়িতে শাসক দলের নেতাদের বৈঠক, জন বার্লা কি তৃণমূলে যোগ দিচ্ছেন ? কাকে 'ওয়ান ম্যান আর্মি' কটাক্ষ ?
বাড়িতে শাসক দলের নেতাদের বৈঠক, জন বার্লা কি তৃণমূলে যোগ দিচ্ছেন ? কাকে 'ওয়ান ম্যান আর্মি' কটাক্ষ ?
Tarapith News: তারাপীঠে গণধর্ষণের শিকার গৃহবধূ, ধৃত ২ নাবালক সহ তিন
তারাপীঠে গণধর্ষণের শিকার গৃহবধূ, ধৃত ২ নাবালক সহ তিন
Parliament Winter Session: এক দেশ, এক নির্বাচন, ওয়াকফ বিলের দিকে তাকিয়ে কেন্দ্র, শুরু হচ্ছে সংসদের শীতকালীন অধিবেশন
এক দেশ, এক নির্বাচন, ওয়াকফ বিলের দিকে তাকিয়ে কেন্দ্র, শুরু হচ্ছে সংসদের শীতকালীন অধিবেশন
RG Kar Case Hearing: সুপ্রিম কোর্টে আর জি কর মামলার শুনানি হচ্ছে না আজ, রাষ্ট্রপতি ভবন যাচ্ছেন CJI চন্দ্রচূড়
সুপ্রিম কোর্টে আর জি কর মামলার শুনানি হচ্ছে না আজ, রাষ্ট্রপতি ভবন যাচ্ছেন CJI চন্দ্রচূড়
Malda News : সঞ্জয় রায়ের পর আরেক সিভিক ভলান্টিয়ার ! এবার ঘরে ঢুকে গৃহবধূকে 'ধর্ষণ'
সঞ্জয় রায়ের পর আরেক সিভিক ভলান্টিয়ার ! এবার ঘরে ঢুকে গৃহবধূকে 'ধর্ষণ'
Rachana Banerjee: আগামী বছর ছেলের উচ্চ মাধ্যমিক, জগদ্ধাত্রীর কাছে প্রার্থনা রচনার, 'যেনও পাশ করে যায়..'
আগামী বছর ছেলের উচ্চ মাধ্যমিক, জগদ্ধাত্রীর কাছে প্রার্থনা রচনার, 'যেনও পাশ করে যায়..'
Embed widget