কেন্দ্রীয় বাজেটের আগের দিন রাজ্য বাজেট পেশের সিদ্ধান্ত মমতা-প্রশাসনের
কলকাতা: ১ ফেব্রুয়ারি কেন্দ্রের বাজেট। তার আগে ৩১ জানুয়ারি বাজেট পেশের সিদ্ধান্ত রাজ্যের। বাজেট নিয়েও এবার দিল্লির সঙ্গে সংঘাতে বাংলা। কেন্দ্রের বাজেটের দিনই পেশ হবে রাজ্য বাজেট, এমনটাই সিদ্ধান্ত হয়েছিল। সেইমতো বৃহস্পতিবার বিধানসভায় বিজনেস অ্যাডভাইসরি বা বিএ কমিটির বৈঠকেও সিধান্ত হয়, ১ ফেব্রুয়ারি দুপুর ৩টেয় পেশ হবে রাজ্য বাজেট। পরিষদীয় মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জানিয়েছিলেন, ১ তারিখ বেলা তিনটেয় পেশ হবে রাজ্য বাজেট। কিন্তু সন্ধে গড়াতেই সিদ্ধান্ত বদল। সূত্রের খবর, ১লা ফেব্রুয়ারি নয় ৩১ জানুয়ারি রাজ্য বাজেট পেশ হবে। আনুষ্ঠানিক ঘোষণা হবে শনিবার বিজনেস অ্যাডভাইসরি কমিটির বৈঠকের পর। সাধারণভাবে কেন্দ্রীয় বাজেটের পর পেশ হয় রাজ্য বাজেট। এবার কেন্দ্রের আগে বাজেট পেশের সিদ্ধান্ত নিয়ে কেন্দ্রকে টক্কর দেওয়ার পাশাপাশি, নয়া চমক মমতা বন্দ্যোপাধ্যায়ের। কিন্তু কেন বাজেট পেশের দিন বদল? রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের মতে, ২০১৯-এর লোকসভা ভোটের কথা মাথায় রেখে এবার কেন্দ্রীয় বাজেটে বেশ কিছু জনমোহিনী ঘোষণা হতে পারে। অন্যদিকে, পঞ্চায়েত ভোটের কথা মাথায় রেখে রাজ্য বাজেটেও বেশ কিছু জনমুখী প্রকল্পের ঘোষণা হওয়ার সম্ভাবনা। কেন্দ্রীয় বাজেটের আগে তাকে টক্কর দিতেই তাই আগের দিন বাজেট পেশের সিদ্ধান্ত রাজ্যের।