এক্সপ্লোর
Advertisement
পুরুলিয়ার বান্দোয়ান ও বড়াবাজারে মাওবাদীদের নামে পোস্টার! বাংলা ও হিন্দিতে কৃষি আইনের বিরোধিতা
ভোটমুখী বাংলায় নির্বাচনের উত্তাপ বাড়ছে। এই পরিস্থিতিতে পুরুলিয়ার দুই জায়গায় মাওবাদীদের নামে পোস্টার ঘিরে চাঞ্চল্য। সোমবার সকালে বান্দোয়ান ও বড়াবাজার থানা এলাকায় মাওবাদীদের নামে পোস্টার ও লিফলেট চোখে পড়ে।
পুরুলিয়া: ভোটমুখী বাংলায় নির্বাচনের উত্তাপ বাড়ছে। এই পরিস্থিতিতে পুরুলিয়ার দুই জায়গায় মাওবাদীদের নামে পোস্টার ঘিরে চাঞ্চল্য। সোমবার সকালে বান্দোয়ান ও বড়াবাজার থানা এলাকায় মাওবাদীদের নামে পোস্টার ও লিফলেট চোখে পড়ে।
বান্দোয়ানের মধুপুর গ্রামে ও বড়াবাজারের শাঁখারি গ্রামে লাল কালিতে হিন্দি ও বাংলায় লেখা পোস্টারে কেন্দ্রের কৃষি আইনের বিরোধিতা করা হয়। সেইসঙ্গে দু’জায়গা থেকেই পুলিশ ক্যাম্প তুলে নেওয়ার দাবি জানানো হয় পোস্টারে।
সোমবার ঘুম ভেঙেই মাওবাদীদের নামে এই পোস্টার দেখে পুলিশকে খবর দেন গ্রামবাসীরা। পুলিশ এসে পোস্টারগুলি সরিয়ে নিয়ে যায়। জেলা পুলিশ সূত্রে দাবি, অনেকদিন ধরেই বান্দোয়ান বা বড়াবাজার এলাকায় মাওবাদীদের কোনও গতিবিধি চোখে পড়েনি। জেলাতেও মাওবাদীদের গতিবিধি নেই। তাহলে এই পোস্টার এল কোথা থেকে?
পুলিশের সন্দেহ, যেহেতু বান্দোয়ান ও বড়াবাজার ঝাড়খণ্ড লাগোয়া এলাকা ,তাই ঝাড়খণ্ড থেকে রাতের অন্ধকারে মাওবাদীরা এসে পোস্টার লাগিয়ে গিয়ে থাকতে পারে। এ বিষয়ে বিস্তারিত খোঁজখবর নেওয়া শুরু করেছে পুলিশ।
২০০৩ সালে এই বান্দোয়ানেই মাওবাদী হামলায় নিহত হন ওসি নীলমাধব দাস।
বাম আমলে পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া মতো জঙ্গলমহলের জেলাগুলিতে মাওবাদী কার্যকলাপ চরমে ওঠে। ২০১১-র পর পরিস্থিতি ধীরে ধীরে শান্ত হয়। এরইমধ্যে ভোটের মুখে ফের মাওবাদীদের নামে পোস্টার ঘিরে চাঞ্চল্য।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
বিনোদনের
জেলার
জেলার
ক্রিকেট
Advertisement