এক্সপ্লোর
Advertisement
শিলিগুড়ি পুরসভাতেই ‘আক্রান্ত’ মেয়র অশোক ভট্টাচার্য
শিলিগুড়ি: পুরসভার বোর্ড মিটিংয়েই আক্রান্ত মেয়র! অশোক ভট্টাচার্যকে ব্যাগ ছুড়ে মারার অভিযোগ তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে। অসুস্থ হওয়ায় শিলিগুড়ি হাসপাতালের আইসিইউয়ে ভর্তি করা হয়েছে মেয়রকে। পাল্টা মারধরের অভিযোগ করেছে তৃণমূল।
শনিবার শিলিগুড়ি পুরসবার বোর্ড মিটিং চলাকালীন ধুন্ধুমার বেধে যায়। পুরসভা সূত্রে দাবি, ৩ নম্বর বরোর চেয়ারম্যান, তৃণমূল কাউন্সিলর নিখিল সাহানি প্রস্তাব দেন, সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য বোরো পিছু ১০ লক্ষ টাকা করে বরাদ্দ করা হোক। প্রস্তাবকে স্বাগত জানালেও, অশোক ভট্টাচার্য অভিযোগ করেন, তৃণমূল সরকারই রাজ্যের সাংস্কৃতিক পরিবেশ নষ্ট করেছে। এতেই ক্ষোভে ফেটে পড়েন তৃণমূল কাউন্সিলররা। শুরু হয়ে যায় তৃণমূল ও বাম কাউন্সিলরদের মধ্যে বচসা। যা হাতাহাতিতে গড়ায় বলে অভিযোগ। সেইসময় মেয়র অশোক ভট্টাচার্যকে লক্ষ্য করে পুরসভার বিরোধী দলনেতা তৃণমূলের রঞ্জন সরকার ব্যাগ ছুড়ে মারেন বলে অভিযোগ। দাবি, ব্যাগটি অশোক ভট্টাচার্যের কপালে লাগে। তাঁকে ভর্তি করতে হয় শিলিগুড়ি হাসপাতালের আইসিইউতে।
এই ঘটনার তীব্র নিন্দা করেছে রাজ্য বামফ্রন্ট নেতৃত্ব। এক বিবৃতিতে বামফ্রন্ট চেয়ারম্যান জানিয়েছেন, রাজ্যে সর্বত্রই বিরেধীদের ওপর শাসক দলের হামলা চলছে। আহত অবস্থায় অশোক ভট্টাচার্যকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে। এই ভয়াবহ ঘটনাকে ধিক্কার জানিয়ে রাজ্যের সর্বত্র প্রতিবাদ ধ্বনিত করার আহ্বান জানাচ্ছি। মেয়রের ওপর হামলার অভিযোগে শিলিগুড়িকর হাসমিচকে রাস্তা অবরোধ করে বাম কর্মীরা।
যদিও সব অভিযোগ উড়িয়ে দিয়েছেন পর্যটনমন্ত্রী গৌতম দেব। শিলিগুড়ি পুরসভার বিরোধী দলনেতা তৃণমূলের রঞ্জন সরকার ও দলের আর এক নেতা নান্টু পালকেও হাসপাতালে ভর্তি করা হয়েছে। বামেদের বিরুদ্ধে ওই দুই নেতাকে মারধরের পাল্টা অভিযোগ এনেছে তৃণমূল।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
জেলার
আইপিএল
জেলার
Advertisement