মশার কামড় দুর্ঘটনা, মৃত্যু হলে মিলবে বিমার সুবিধা, রায় জাতীয় ক্রেতা সুরক্ষা কমিশনের
শিলিগুড়ি: আচমকাই কামড় দেয় মশা। আগে থেকে তা জানা যায় না। তাই তা দুর্ঘটনা। স্পষ্ট জানিয়ে দিল জাতীয় ক্রেতা সুরক্ষা কমিশন। ফলে, এবার মশার কামড়ে মৃত্যু হলেও মিলবে বিমার সুবিধা। জাতীয় ক্রেতা সুরক্ষা কমিশনের সদস্য বিচারপতি ভি কে জৈন স্পষ্ট জানিয়েছেন, মশা হঠাৎই কামড়ায়। তা কখনও আগে থেকে জানা যায় না। বিমা সংস্থাগুলির ওয়েবসাইটেও সাপের কামড়, কুকুরের কামড় কিংবা ফ্রস্ট বাইটে মৃত্যুকে দুর্ঘটনা হিসেবে ধরা হয়। অথচ সেই সংস্থাই মশার কামড়ে ম্যালেরিয়ায় আক্রান্ত হয়ে মৃত্যুকে দুর্ঘটনা না বলে রোগে মৃত্যু বলে অ্যাখ্যা দিচ্ছে। তা কখনওই মেনে নেওয়া যায় না। ঘটনার সূত্রপাত, ২০১২ সালের জানুয়ারি মাসে। দক্ষিণ আফ্রিকায় গিয়ে ম্যালেরিয়ায় মৃত্যু হয় কৈখালির বাসিন্দা দেবাশিস ভট্টাচার্যর। একে স্বামী মৃত্যু, তার ওপর তাঁর নামে থাকা ফ্ল্যাটের ঋণ। মৌসুমির মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। মৌসুমির আত্মীয় সমীর মুখোপাধ্যায় জানান, বাড়ির বিমা করা ছিল। বিমা সংস্থার কাছ থেকে বাকি টাকা নেওয়ার কথা ব্যাঙ্ককে জানাতে তারা বিমা সংস্থাকে চিঠি লেখে। উত্তরে, বিমা সংস্থা বলে মশার কামড়ে মৃত্যু, টাকা হবে না। এরপর জেলা ক্রেতা সুরক্ষা ফোরামে যান মৃতের স্ত্রী। ফোরামের নির্দেশ যায় তাঁর পক্ষে। চ্যালেঞ্জ জানিয়ে রাজ্য ক্রেতা সুরক্ষা কমিশনে আবেদন করে বিমা সংস্থা। সেই আর্জিও খারিজ হয়ে যায়। এরপর বিমা সংস্থা দ্বারস্থ হয় জাতীয় ক্রেতা সুরক্ষা কমিশনের। সেখানেও জয় মৃতের পরিবারের। সংস্থার সঙ্গে যুদ্ধ শেষ হলেও নতুন যুদ্ধ শুরু হয়েছে ব্যাঙ্কের বিরুদ্ধে। কারণ, মামলায় সময় অতিবাহিত হওয়ার ফলে, এবার ব্যাঙ্ক সুদের দাবি করেছে। মৃতের স্ত্রী বলেন, ব্যাঙ্ক বলছে, সুদ দিতে হবে। এবার ব্যাঙ্কের বিরুদ্ধে মামলা করেছি। স্বামীর মৃত্যুর পর কলকাতা থেকে শিলিগুড়ির বাপের বাড়িতে চলে যান মৌসুমি। এখন থাকেন সেখানেই। জাতীয় ক্রেতা সুরক্ষা কমিশনের নির্দেশ শোনার পর স্বস্তি পরিবারে। কিন্তু অস্বস্তি ব্যাঙ্কের ভূমিকায়।