এক্সপ্লোর
তৃণমূল ছাড়ছেন, ৬ বছরের জন্য সাসপেন্ড মুকুল, ঘোষণা পার্থর

কলকাতা: তৃণমূল ছাড়ছেন মুকুল রায়। আজ ই-মেল করে দলের ওয়ার্কিং কমিটি থেকে ইস্তফা দেবেন এবং পুজোর পর ইস্তফা দেবেন রাজ্যসভার সাংসদ পদ থেকে। এমন কথা আজ সাংবাদিক বৈঠক করে ঘোষণা করেন মুকুল রায়। কিন্তু দল ছাড়ার আগেই দল তাঁকে ছ বছরের জন্যে সাসপেন্ড করার কথা ঘোষণা করল। সাংবাদিক বৈঠক করে একথা জানিয়ে দিলেন তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়।
পার্থ চট্টোপাধ্যায় বৈঠকে বলেন, তিনি চলে যেতে চান, যাচ্ছেন না কেন? পুজো পর্যন্ত অপেক্ষা করার কী দরকার আছে? মুকুলের বিরুদ্ধে পার্থ চট্টোপাধ্যায়ের অভিযোগ, দলে থেকে দলকে দুর্বল করার পরিকল্পনা করছিলেন, ক্ষতি করার চেষ্টা করছিলেন তিনি। দলে নিষ্ক্রিয় হয়ে গিয়েছিলেন মুকুল। পার্থর দাবি, তিনি নিজে সচেষ্ট হয়ে মুকুল রায়কে ফের সক্রিয় করার চেষ্টা করেছিলেন। মুখ্যমন্ত্রী তাঁকে স্নেহবশত কাছে রেখেছিলেন, সাংসদ করেছিলেন। কিন্তু তিনি তাঁর মূল্য দিতে পারলেন না।
বাবা দল ছাড়ার কথা ঘোষণা করলেও তৃণমূলেই থাকছেন মুকুলের ছেলে। বীজপুরের বিধায়ক শুভ্রাংশু রায়ের মন্তব্য, তৃণমূলে আছি, তৃণমূলেই থাকব।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
POWERED BY
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
আইপিএল
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement
