রহস্য মৃত্যু ধনেখালিতে! ঘরের মধ্যে পড়ে মৃত স্বামী, বাগান থেকে উদ্ধার স্ত্রীর ঝুলন্ত দেহ
পুলিশ সূত্রে খবর, মৃতা সোমা রায় ঘোষের বয়স ৩২। তিনি ধনিয়াখালী সোমসারা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা ছিলেন।
সোমনাথ মিত্র, ধনেখালি: আবারও জোড়া রহস্য মৃত্যু। একই সঙ্গে উদ্ধার স্বামী-স্ত্রীর মৃতদেহ। এবার ঘটনাস্থল ধনেখালি। জানা গিয়েছে, ঘরের ভিতর থেকে উদ্ধার হয়েছে স্বামীর দেহ। অন্যদিকে ঘরের বাইরের গাছ থেকে উদ্ধার হয়েছে স্ত্রীর ঝুলন্ত দেহ। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে ধনেখালির তালবোনা এলাকায়। সোমবার রাতের ঘটনা।
পুলিশ সূত্রে খবর, মৃতা সোমা রায় ঘোষের বয়স ৩২। তিনি ধনেখালি সোমসারা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা ছিলেন। অন্যদিকে বছর ৩২-এর স্বামী শ্রীমন্ত ঘোষ একটি বেসরকারি ব্যাঙ্কে কর্মরত ছিলেন। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, পারিবারিক অশান্তির জেরেই স্বামী -স্ত্রী একসঙ্গে আত্মহত্যা করেছেন। তবে এর পিছনে অন্য কোন কারণ রয়েছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ।
পরিবার সূত্রে জানা গেছে, গতকাল রাতে ঘরের মধ্যেই শ্রীমন্ত ঘোষ ও বাইরে সোমা রায় ঘোষকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায় পরিবারের লোকজন। বাড়ির লোকের চিৎকারে প্রতিবেশীরা জড়ো হয়। পরিবারের লোকজন ও প্রতিবেশীরা স্বামী-স্ত্রীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। সেখানেই তাঁদের মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।অস্বাভাবিক মৃত্যুর মামলা রজু করে তদন্ত শুরু করেছে ধনিয়াখালি থানার পুলিশ। মৃতদেহ দুটি ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে।