এক্সপ্লোর
Nadda Bengal Visit: কৃষকদের সঙ্গে সহভোজ নাড্ডার, ধোঁয়া ওঠা খিচুড়ি খেয়ে ধুতিতেই মুছলেন হাত
সকাল থেকে নাড্ডার জন্য খিচুড়ি রাঁধা চলছিল। খাবার আয়োজন হয়েছে আরও চার হাজার জনের। জানালেন রন্ধনে নিযুক্তরা।
![Nadda Bengal Visit: কৃষকদের সঙ্গে সহভোজ নাড্ডার, ধোঁয়া ওঠা খিচুড়ি খেয়ে ধুতিতেই মুছলেন হাত Nadda At Bengal: Malda Visit: Lunch with Farmers Nadda Bengal Visit: কৃষকদের সঙ্গে সহভোজ নাড্ডার, ধোঁয়া ওঠা খিচুড়ি খেয়ে ধুতিতেই মুছলেন হাত](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2021/02/06185256/mld-nadda-lunch-2.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
মালদা: কৃষকদের সঙ্গে সহভোজ করলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা। মাটিতে বসে খেলেন গরম গরম খিচুড়ি। আঙুলের ইশারায় বুঝিয়ে দিলেন, দারুণ হয়েছে খেতে। সঙ্গে খেতে বসলেন দিলীপ ঘোষ ও বিজেপির অন্যান্য নেতারা। আজ নাড্ডার সঙ্গে খেলেন বহু কৃষক। খেয়ে দেয়ে ধুতিতে মুছলেন হাত। মেনুতে ছিল খিচুড়ি, তরকারি ইত্যাদি। তরকারিতে ছিল আলু, কপি, টমেটো ও অন্যান্য সবজি। রান্না বসানো হয় ভোর বেলা। একসঙ্গে প্রায় চার হাজার জনের মতো রান্না হয়।
বিধানসভা ভোটের আগে ফের দু’ দিনের রাজ্য সফরে এসেছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা। ইংরেজবাজারে পৌঁছে প্রথমে যান সেন্ট্রাল ইনস্টিটিউট অফ সাবট্রপিক্যাল হর্টিকালচারে। এখানে আম ও শাকসবজি নিয়ে গবেষণা হয়। বিজ্ঞানীদের পাশাপাশি, এখানে আম চাষিদের সঙ্গেও কথা বলেন জে পি নাড্ডা।
ইংরেজবাজার থেকে বিজেপির সর্বভারতীয় সভাপতি যান মালদার সাহাপুরে। সেখানে কৃষক-সুরক্ষা সহ ভোজ কর্মসূচি রয়েছে বিজেপির। প্রথমে কৃষকদের আনা সামগ্রীর প্রদর্শনীতে যোগ দেবেন। এরপর মধ্যাহ্নভোজ সারলেন কৃষকদের সঙ্গে। সবশেষে, ইংরেজবাজারের ফোয়ারা মোড় থেকে রোড শো শুরু করবেন জে পি নাড্ডা। শেষ হবে রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তির পাদদেশে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)