(Source: ECI/ABP News/ABP Majha)
Nadia: মোবাইলে কার্টুন দেখে নকল করতে গিয়ে গলায় ফাঁস লেগে মর্মান্তিক মৃত্যু শিশুর
কিন্তু এই কার্টুনেই যে ভয়ঙ্কর বিপদ লুকিয়ে রয়েছে, তা সম্ভবত কখনও কল্পনাও করতে পারেনি নাকাশিপাড়ার গোটাপাড়া গ্রামের ওই শিশুর বাবা-মা।
প্রদ্যোৎ সরকার, নদিয়া: মোবাইলে কার্টুন দেখে অনুকরণ করে গলায় ফাঁস দিতে গিয়ে শ্বাসরোধ হয়ে মৃত্যু হলো এক সাত বছরের শিশুর। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে নদিয়ার নাকাশিপাড়া থানার গোটপাড়া গ্রামে।
কার্টুন বাচ্চাদের খুবই প্রিয়, তা টেলিভিশনের পর্দাতেই হোক বা স্মার্টফোন, অনেক শিশুকেই কার্টুনে বুঁদ হয়ে বসে থাকতে দেখা যায়। মা-বাবা বকাঝকা করেন। কিন্তু শেষপর্যন্ত শিশুর বায়নার সামনে কখনও কখনও নতিস্বীকার করেন অনেকে। কিন্তু এই কার্টুনেই যে ভয়ঙ্কর বিপদ লুকিয়ে রয়েছে, তা সম্ভবত কখনও কল্পনাও করতে পারেনি নাকাশিপাড়ার গোটাপাড়া গ্রামের ওই শিশুর বাবা-মা।
মোবাইলে কার্টুন দেখে অনুকরণ করে গলায় ফাঁস দিতে গিয়ে শ্বাসরোধ হয়ে মৃত্যু হল ওই সাত বছরের শিশুর। পুলিশ জানিয়েছে, মৃতের নাম সমিরুল শেখ। পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গিয়েছে, এদিন সকালে ওই শিশু ঘরে বসে মোবাইলে কার্টুন দেখছিল। কার্টুন দেখে অনুকরণ করতে গিয়ে গলায় গামছার ফাঁস দেওয়ায় শ্বাসরুদ্ধ হয়ে পড়ে সে। বেশ কিছুক্ষণ পর শিশুটির মা বিষয়টি বুঝতে পারেন। এরপর তাকে বেথুয়াডহরি গ্রামীন হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনায় এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।
মৃতের পরিবার সূত্রে খবর, প্রতিদিনের মতো সোমবারও ঘরে বসে মোবাইলে কার্টুন দেখছিল খুদে। কার্টুনের কোনও একটি দৃশ্য দেখে অনুকরণের চেষ্টা করছিল সে। কিছুক্ষণ পর মা দেখেন, গলায় গামছা জড়ানো অবস্থায় ঝটফট করছে সে। হাসপাতালে যখন তাকে নিয়ে যাওয়া হয়, ততক্ষণে দেরি হয়ে গিয়েছে। খেলাচ্ছলেই মর্মান্তিক মৃত্যু হল একরত্তির।
এর আগে বিভিন্ন সিরিয়ালের দৃশ্য অনুকরণ করতে গিয়ে শিশুর মৃত্যুর একাধিক মর্মান্তিক খবর সামনে এসেছে। এরইমধ্যে নাকাশিপাড়ার শিশুর মৃত্যু তুলে দিয়েছে একাধিক প্রশ্ন। সময়ে যদি একটু সতর্ক হওয়া যেত! আজ নাকাশিপাড়ার সন্তানহারা মা-বাবার শোককেও যেন ছাপিয়ে গেছে আক্ষেপ। সাত বছরের শিশুর এ ধরনের মৃত্যুতে সমগ্র এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।