Nadia: উচ্চ মাধ্যমিকে পাশ করানোর দাবিতে রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ শান্তিপুর বাগআঁচড়া উচ্চ বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের
নদিয়ার শান্তিপুর বাগআঁচড়া উচ্চ বিদ্যালয়ের ৭২ জন উচ্চমাধ্যমিক ছাত্র-ছাত্রী ফেল! রাস্তায় টায়ার জ্বালিয়ে পথ অবরোধ করে বিক্ষোভ ছাত্রছাত্রীদের।
সুজিত মণ্ডল, শান্তিপুর: নদিয়ার শান্তিপুর বাগআঁচড়া উচ্চ বিদ্যালয়ের ৭২ জন উচ্চমাধ্যমিক ছাত্র-ছাত্রী এই বছর ফেল করেছিল। সেই ক্ষোভেই এবার রাস্তার টায়ার জ্বালিয়ে পথ অবরোধ করল ছাত্রছাত্রীরা। নদিয়ার শান্তিপুর বাগআঁচড়া উচ্চ বিদ্যালয়ে উচ্চ মাধ্যমিক ফলাফল প্রকাশিত হতেই ক্ষোভে ফেটে পড়েন ওই স্কুলের একাদশ ও দ্বাদশ শ্রেণীর ছাত্র ছাত্রীরা।
অভিযোগ, এই বছর ওই স্কুলে মোট ১৮৫ জন পরীক্ষার্থী উচ্চমাধ্যমিক পরীক্ষা দিয়েছেন। এদের মধ্যে ৭২ জন ফেল করে। প্রত্যেককে পাশ করিয়ে দেওয়ার দাবি তুলে স্কুলের শিক্ষকদের ঘেরাও করে ছাত্র ছাত্রীরা। স্কুলের বাইরে টায়ার জ্বালিয়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায় ছাত্র ছাত্রীরা। তাদের দাবি, যেহেতু এবছর কোনও পরীক্ষা হয়নি, তাই সকলকেই যেভাবে পাশ করানো হয়েছে, একইভাবে এই ৭২ জন ছাত্র ছাত্রীদের পাস করিয়ে দিতে হবে। আর এই দাবি তুলে স্কুলের বাইরে টায়ার জ্বালিয়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায় ছাত্রছাত্রীরা। পরিস্থিতি সামাল দেওয়ার জন্য ঘটনাস্থলে পৌঁছায় শান্তিপুর থানার পুলিশ। তিন ঘণ্টা ধরে চলা বিক্ষোভ, পরে স্কুল কর্তৃপক্ষের আশ্বাসে তুলে নেয় ছাত্রছাত্রীরা।
ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দীপঙ্কর চ্যাটার্জী ছাত্র-ছাত্রীদের কথার মান্যতা দিয়ে বলেন, 'ওদের ক্ষোভ হওয়ার পেছনে যথেষ্ট কারণ আছে। এত ছেলে মেয়ে একসাথে ফেল করার নিদর্শন এর আগে কোনও বিদ্যালয়ে হয়েছে বলে আমার জানা নেই, এবছর যেখানে এত বিপুল পরিমাণে পাশ করেছে। গোটা বিষয় নিয়ে কাউন্সিলের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। স্কুলের ইতিহাসে এত খারাপ ফল কোনওদিন হয়নি।'
স্কুলের বিক্ষোভকারী এক ছাত্রী সাথী দাস বলে, 'এবার পরীক্ষাই হয়নি। আমাদের পরীক্ষা যদি হত, তাহলে একটা বলার জায়গা থাকত যে আমাদের হয়ত পরীক্ষা বাজে হয়েছে। কিন্তু যেখানে পরীক্ষাই হয়নি, সেখানে কোন ভিত্তিতে আমাদের ফেল করানো হল। আমরা প্রজেক্টের যা কাজ ছিল, যেদিন জমা দেওয়ার ব্যাপার ছিল সবই করেছিলাম। তাহলে কেন আমাদের ফেল করানো হল। ২ টো বছর আমাদের নষ্ট হয়ে যাচ্ছে। এর একটা বিহিত চাই। আমাদের সবাইকে পাশ করাতেই হবে। '