Jagdeep Dhankhar Press Meet: ‘ভারতের মধ্যে কেউ বহিরাগত নয়’, বললেন ধনকড়
‘মুখ্যমন্ত্রী নিজের সাংবিধানিক দায়িত্ব পালন করছেন না’, দাবি রাজ্যপালের
মেদিনীপুর: ভারতের মধ্যে কেউ বহিরাগত নয় বলে স্পষ্ট করে দিলেন জগদীপ ধনকড়। পশ্চিমবঙ্গের রাজ্যপালের মতে, এমন কোনও কাজ করা উচিত নয় যা সংবিধানের বিপরীত ভাবনার সামিল। একইসঙ্গে, মুখ্যমন্ত্রী নিজের সাংবিধানিক দায়িত্ব ঠিকমতো পালন করতে পারছেন না বলেও দাবি করেন তিনি।
এদিন সাংবাদিক সম্মেলনে ধনকড় বলেন, ‘ভারতের মধ্যে কেউ বহিরাগত নয়। এমন ভাবা সংবিধানের মূল ধারণায় কুঠারাঘাত করা। সংবিধানের বিপরীত ভাবনার কোনও কাজ করা উচিত নয়।’
ঘূর্ণিঝড় প্রসঙ্গে এদিন রাজ্য প্রশাসনকে আক্রমণ করেন তিনি। ধনকড় বলেন, ‘আমফানের পর বিকল হয়ে গিয়েছিল রাজ্য প্রশাসন। তাঁর প্রশ্ন, ‘দুর্যোগের পূর্বাভাস থাকা সত্ত্বেও, কেন প্রস্তুতি ছিল না রাজ্যে?’
রাজ্যের বিরুদ্ধে একের পর এক দুর্নীতির যে অভিযোগ উঠেছে, সেই নিয়েও সোচ্চার হন রাজ্যপাল। বলেন, ‘আমফানে আর্থিক সাহায্য, করোনা-মোকাবিলার বরাদ্দে দুর্নীতি হয়েছে। আদালত এ নিয়ে তদন্তের নির্দেশ দিয়েছিল।’
মুখ্যমন্ত্রী নিজের সাংবিধানিক দায়িত্ব পালনে ব্যর্থ বলেও সমালোচনা করেন তিনি। বলেন, ‘মুখ্যমন্ত্রী নিজের সাংবিধানিক দায়িত্ব পালন করছেন না।’