শ্রীজাতর বিরুদ্ধে জামিন-অযোগ্য ধারায় মামলা দায়ের
কলকাতা: কবিতার শব্দচয়নে ধর্মীয় ভাবাবেগে আঘাত লাগার অভিযোগে মামলা রুজু হল কবি শ্রীজাতর বিরুদ্ধে। বুধবার শিলিগুড়ির দেওয়ানি ও ফৌজদারি আদালতে মামলার রেকর্ড জমা দিয়েছে পুলিশ।
পুলিশ সূত্রে খবর, শ্রীজাতর বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ২৯৫ (এ), জামিন অযোগ্য ধারায় ধর্মীয় ভাবাবেগে আঘাত লাগার অভিযোগ এবং তথ্যপ্রযুক্তি আইনের ৬৭ নম্বর ধারায় মামলা রুজু হয়েছে। এই প্রেক্ষিতে আইনজ্ঞের পরামর্শ নিচ্ছেন শ্রীজাত।
রবিবার রাতে ফেসবুকে নিজের ওয়ালে ‘অভিশাপ’ নামে একটি কবিতা পোস্ট করেন কবি শ্রীজাত। তাঁর কবিতার শব্দচয়ন ভাবাবেগে আঘাত করেছে, এই মর্মে শিলিগুড়ি কমিশনারেটের সাইবার সেলে একটি অভিযোগ দায়ের করেন হিন্দু সংহতি নামে একটি সংগঠনের সদস্য অর্ণব সরকার।
মঙ্গলবার পুলিশ সূত্রে জানা যায়, শ্রীজাতর বিরুদ্ধে দায়ের হওয়া অভিযোগে তারা কোনও সারবত্তা খুঁজে পায়নি। তাই এর প্রেক্ষিতে কোনও মামলাও রুজু হচ্ছে না। কিন্তু ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই কবির বিরুদ্ধে জোড়া ধারায় মামলা রুজু করল পুলিশ। পুলিশের উচ্চপদস্থ কর্তারা অবশ্য শ্রীজাতর বিরুদ্ধে অভিযোগ খতিয়ে দেখছেন। কারণ শ্রীজাতর বিরুদ্ধে মামলা শুরু করা আদৌ ঠিক হয়েছে কি না তা নিয়ে এখনও পুলিশ কর্তাদের মনে প্রশ্ন রয়েছে।