Birati: বিরাটিতে তৃণমূল কর্মী খুনে অভিযুক্ত বাবুলালের রাজনৈতিক পরিচয় নিয়ে বিতর্ক
বিরাটিতে তৃণমূল কর্মী খুনে অভিযুক্ত বাবুলাল সিংহ নাকি এখনও তৃণমূলেই আছেন। মন্ত্রীর সঙ্গে ছবি প্রকাশ করে বিস্ফোরক দাবি করলেন তাঁরই স্ত্রী। দু’হাজার উনিশ থেকেই বিজেপিতে বাবুলাল। পাল্টা দাবি তৃণমূলের।
সমীরণ পাল ও সন্দীপ সরকার, বিরাটি: বিজেপিতে নয়। বিরাটিতে তৃণমূল কর্মী খুনে অভিযুক্ত, বাবুলাল সিংহ নাকি এখনও তৃণমূলেই আছেন। মন্ত্রীর সঙ্গে ছবি প্রকাশ করে বিস্ফোরক দাবি করলেন তাঁরই স্ত্রী। দু’হাজার উনিশ থেকেই বিজেপিতে বাবুলাল। পাল্টা দাবি তৃণমূলের।
তিনি কি বিজেপি করেন? না কি তৃণমূলের সঙ্গে জড়িত? উত্তর চব্বিশ পরগনার বিরাটিতে তৃণমূল কর্মী খুনে মূল অভিযুক্ত, বাবুলাল সিংয়ের রাজনৈতিক পরিচয় নিয়ে চাপানউতোর নতুন মাত্রা পেল।
সেই সঙ্গে শুরু হয়ে গেল ছবির লড়াই। গত বুধবার রাতে খুন হন তৃণমূল কর্মী শুভ্রজিৎ দত্ত। তৃণমূলের অভিযোগ, বাবুলালের অনুগামীরাই তাঁকে খুন করেছেন। অভিযুক্ত বাবুলাল যে বিজেপি নেতাদের ঘনিষ্ঠ, তার প্রমাণ দিতে এই ছবিগুলি সামনে আনে তৃণমূল। ছবিতে বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও বিজেপি সাংসদ অর্জুন সিংয়ের সঙ্গে বাবুলালকে দেখা যাচ্ছে।
এবার পাল্টা আরেকটি ছবি সামনে আনলেন বাবুলালের স্ত্রী। যেখানে মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যর সঙ্গে এক ফ্রেমে দেখা যাচ্ছে তৃণমূল কর্মী খুনের মূল অভিযুক্তকে। সেই সঙ্গে বাবুলারের স্ত্রীর বিস্ফোরক দাবি, বিজেপি নয়, তাঁর স্বামী বরাবরই তৃণমূলের সঙ্গে যুক্ত।
বাবুলালের স্ত্রী প্রিয়ঙ্কা সিংহ বলেন, ‘আমার স্বামী যবে থেকে তৃণমূল এসেছে, তবে থেকেই যুক্ত। প্রমাণ দিয়েছি ছবি। নির্বাচনের আগে বিজেপিতে যোগ দিয়েছিলেন এই কথা সম্পূর্ণ মিথ্যা কথা। সাজানো কথা।’
কলকাতা উত্তর শহরতলি জেলা বিজেপির সাধারণ সম্পাদক চণ্ডীচরণ রায় বলেন, ‘ও বিজেপির কেউ না।’
বাবুলালের স্ত্রী যে ছবি সামনে এনেছেন, সেখানে রয়েছেন উত্তর দমদমের শহর তৃণমূল সভাপতি বিধান বিশ্বাসও। উত্তর দমদম শহর তৃণমূল কংগ্রেস সভাপতি এই বিষয়ে বলেন, ‘আগে সিপিএম করত বাবুলাল। ২০১১ থেকে তৃণমূল করে ও ২০১৯ থেকে আবার বিজেপি করে। যখন তৃণমূল করত তখনকার ছবি নয় তো এটা?’
বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বাবুলাল। তৃণমূল কর্মী খুনের দিন তাঁর উপরেও কীভাবে হামলা হয়েছে, তা নিয়ে মুখ খুলেছেন তিনি। কিন্তু নিজের রাজনৈতিক পরিচয় স্পষ্ট করেননি।