এক্সপ্লোর
Advertisement
দত্তপুকুরে মুরগির ফার্মে ধরা পড়ল বাঘরোল, উদ্ধার করে নিয়ে গেল বন দফতর
উত্তর ২৪ পরগনার দত্তপুকুরের বাবপুর মেঠোপাড়ায় বাঘের আতঙ্ক জাঁকিয়ে বসেছিল কয়েকদিন ধরে! স্থানীয় মুরগির ফার্মে প্রতিদিনই কয়েক'শ মুরগি মেরে যাচ্ছিল কোনও অজানা প্রাণী।
দত্তপুকুর: উত্তর ২৪ পরগনার দত্তপুকুরের বাবপুর মেঠোপাড়ায় বাঘের আতঙ্ক জাঁকিয়ে বসেছিল কয়েকদিন ধরে! স্থানীয় মুরগির ফার্মে প্রতিদিনই কয়েক'শ মুরগি মেরে যাচ্ছিল কোনও অজানা প্রাণী। মুরগির ফার্মের মালিকরাই এরপর একটি খাঁচা তৈরি করেন। সেই খাঁচায় রবিবার রাতে একটি বাঘের মতো প্রাণী ধরা পড়ে। যা নিয়ে এলাকায় চাঞ্চল্য ছড়ায়।
খবর দেওয়া হয় স্থানীয় একটি স্বেচ্ছাসেবী সংগঠন ‘প্রাণ প্রহরী’কে। তারাই বারাসাতের বন দফতরে খবর দেয়। বন দফতরের কর্তারা এসে সোমবার দুপুরে প্রাণীটিকে উদ্ধার করেন। প্রাথমিকভাবে বন দফতরের দাবি, এটি ফিশিং ক্যাট বা বাঘরোল। অনেকটাই চিতা বাঘের মতো দেখতে।
এদিকে এই বাঘরোল দেখার জন্য সোমবার সকাল থেকেই বাবপুরে মানুষের ঢল নামে। স্থানীয় ব্যবসায়ীরা জানিয়েছেন, কয়েকদিন ধরেই মুরগির খামারের জাল বেয়ে চালে উঠে সেখান থেকে মুরগি খাওয়ার চেষ্টা করছিল প্রাণীটি। মুরগি খাওয়ার পাশাপাশি এদের আক্রমণে প্রত্যেক রাতে কয়েকশো মুরগি মারা যাচ্ছিল। সেই জন্যই প্রাণীটিকে ধরার জন্য তাঁরা খাঁচা পেতেছিলেন। সেই খাঁচাতেই গতকাল এই বাঘরোল ধরা পড়ে। যদিও এই এলাকায় ফিশিং ক্যাট বা বাঘরোল ধরা পড়ার ঘটনা বিরল বলে বন দফতর সূত্রে জানা গিয়েছে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ক্রিকেট
স্বাস্থ্য
জেলার
ক্রিকেট
Advertisement