Covid 19 Vaccine: মাঝরাত থেকে লাইনে দাঁড়িয়েও সকালে মিলল না ভ্যাকসিন, বিক্ষোভ উত্তর ২৪ পরগনার গোপালনগরে
টিকাকেন্দ্রেই চলল বিজেপি বিধায়ক ও তৃণমূলের পঞ্চায়েত সমিতির সভাপতির তরজা...
সমীরণ পাল, গোপালনগর (উত্তর ২৪ পরগনা): মাঝরাত থেকে লাইনে দাঁড়িয়েও সকালে মিলল না ভ্যাকসিন। উত্তর ২৪ পরগনার গোপালনগরে ক্ষোভে ফেটে পড়লেন স্থানীয় বাসিন্দারা।
উত্তর ২৪ পরগনার গোপালনগরে ভ্যাকসিনেশন সেন্টারে ভ্যাকসিনকে কেন্দ্র করে সৃষ্টি হল তুমুল উত্তেজনার। যা নিয়ে তরজায় জড়ালেন স্থানীয় বিজেপি বিধায়ক ও পঞ্চায়েত সমিতির তৃণমূল সভাপতি।
বুধবার গোপালনগরের পাল্লায় দেবীরানি বালিকা বিদ্যালয়ে প্রশাসনের তরফে ভ্যাকসিন দেওয়ার কর্মসূচি নেওয়া হয়। স্থানীয় বাসিন্দাদের একাংশের দাবি, ভ্যাকসিন পেতে তাঁরা রাত দুটো-আড়াইটে থেকে লাইনে দাঁড়ান।
কিন্তু অভিযোগ, সকাল হতেই জানিয়ে দেওয়া হয়, সাধারণ মানুষ নন, টিকা পাবেন কেবল টোটোচালক, ব্যবসায়ীদের মতো সুপারস্প্রেডাররা। আর এ কথা শুনেই ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা।
খবর পেয়ে এলাকায় পৌঁছন বনগাঁ দক্ষিণ কেন্দ্রের বিজেপি বিধায়ক স্বপন মজুমদার। তখন তাঁকে ঘিরে বিক্ষোভ শুরু করেন তৃণমূলের কর্মী সমর্থকরা। পরে ঘটনাস্থলে আসেন বনগাঁ পঞ্চায়েত সমিতির সভাপতি ও স্থানীয় তৃণমূল নেতা প্রবীর দাস।
শুরু হয় দু’পক্ষের তরজা। কেন্দ্র ভ্যাকসিন পাঠালেও তৃণমূলের বিরুদ্ধে তা নিয়ে রাজনীতি করার অভিযোগ তুলেছে বিজেপি। পাল্টা উত্তর দিয়েছে তৃণমূলও।
বনগাঁ দক্ষিণের বিজেপি বিধায়ক স্বপন মজুমদারের দাবি, ভ্যাকসিন নিয়ে দুর্নীতি করছে। পাল্টা বনগাঁ পঞ্চায়েত সমিতির সভাপতি ও তৃণমূল নেতা প্রবীর দাস বলেন, সঠিকভাবে ভ্যাকসিন প্রক্রিয়া হচ্ছে। সব অভিযোগ ভুল। না জেনে কিছু মানুষ দাঁড়িয়েছেন লাইনে। এদিন এই ক্যাম্প থেকে প্রায় ৪০০ জনকে করোনার ভ্যাকসিন দেওয়া হয়।
এদিকে, ভ্যাকসিনের আকাল চরমে ওঠায় বিনা নোটিসেই কুপনের জন্য ওয়ার্ড অফিসে ধর্না দিলেন বারাসাত পুরসভার ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা।
এদিন ভোর থেকেই ওয়ার্ডে অফিসের সামনে লম্বা লাইন পড়ে। ভ্যাকসিন গ্রহীতাদের দাবি, স্থানীয় স্বাস্থ্য কেন্দ্র থেকে বলা হয় ওয়ার্ড অফিসে মিলবে কুপন।
ওয়ার্ড অফিসের কর্মীরা কুপন দেওয়া হয় না বলায় বিশৃঙ্খলা দেখা দেয়। বিদায়ী তৃণমূল কাউন্সিলর জানিয়েছেন, ভ্যাকসিনের চাহিদা থাকায় এই বিভ্রান্তি তৈরি হয়েছে।
অন্যদিকে, বিজেপির কটাক্ষ, অনেক জায়গাতেই ওয়ার্ড অফিস থেকে ঘনিষ্ঠদের কুপন দেওয়া বিলি করছে তৃণমূল, সেই কারণেই এই বিভ্রান্তি।