এক্সপ্লোর
পঞ্চায়েত মনোনয়নের দ্বিতীয় দিনে উত্তপ্ত বীরভূমের লাভপুর, ব্লক অফিসের সামনে তরোয়াল হাতে দুষ্কৃতীরা

লাভপুর: পঞ্চায়েত মনোনয়নের দ্বিতীয় দিনে উত্তপ্ত বীরভূমের লাভপুর। ব্লক অফিসের সামনে তরোয়াল হাতে ঘোরাঘুরি। সেই ছবি ধরা পড়েছে এবিপি আনন্দর ক্যামেরায়। সকাল থেকে ব্লক অফিসের সামনে হাতে তরোয়াল নিয়ে মুখ বাঁধা কয়েকজন দুষ্কৃতীকে বাইকে চড়ে ঘোরাঘুরি করতে দেখা যায়। অভিযোগ, বিরোধী প্রার্থীদের ভয় দেখাতেই পুলিশের সামনে অস্ত্র হাতে ঘুরে বেড়াচ্ছে শাসকদল-আশ্রিত দুষ্কৃতীরা। অভিযোগ অস্বীকার তৃণমূলের।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন





















