এক্সপ্লোর
Advertisement
২১-এর মঞ্চ থেকে ২০১৯-এর টার্গেট, বিজেপিকে উৎখাতের ডাক মমতার
কলকাতা: ২১-এর মঞ্চ থেকেই ২০১৯-এর টার্গেট বেঁধে দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিলেন কেন্দ্রের মোদী সরকারের উদ্দেশে। বিজেপিকে দেশজুড়ে উৎখাতের ডাক দিলেন তিনি। বললেন, লোকসভা ভোটে পশ্চিমবঙ্গ থেকে একটিও আসন পেতে দেব না বিজেপিকে। মোদী সরকারের বিরুদ্ধে সার্বিক ব্যর্থতার অভিযোগ তুলে সমস্ত বিজেপি বিরোধী দলকে সমর্থনের কথাও ঘোষণা করেছেন তিনি।
আগামী ৯ আগস্ট থেকে ৩০ আগস্ট পর্যন্ত তৃণমূলের বিজেপি হঠাও কর্মসূচীরও ঘোষণা করেছেন মমতা।
মমতা বলেছেন, বিজেপিকে উৎখাত করবই। এটা আমাদের চ্যালেঞ্জ। কেন্দ্র সারদা-নারদ দেখিয়ে আমাদের টেক্কা দেওয়ার চেষ্টা করছে। কিন্তু আমরা এতে ভয় পাই না। আমাদের কেউ কোনও দোষ করেনি। আমরা কোনওভাবেই মাথানত করব না।
ধর্মতলায় শহিদ দিবসে ভিড়ে ঠাসা সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বলেছেন, কেন্দ্র রাজ্য সরকারকে স্বাধীনভাবে কাজ করতে দিচ্ছে না। রাজ্যের কাজে হস্তক্ষেপ করছে। মমতা বলেন, কেন্দ্রের মতো রাজ্যেও নির্বাচিত সরকার। আমরা কেন্দ্রের চাকর নই।
রাষ্ট্রপতি নির্বাচনের প্রসঙ্গ উল্লেখ করে মমতা বলেছেন, ১৮ টি দল জোট বেঁধে বিরোধী প্রার্থী মীরা কুমারকে সমর্থন করেছিল। উপরাষ্ট্রপতি নির্বাচনেও আমরা একসঙ্গে লড়াই করব। এই মঞ্চ আরও বাড়বে। এটা সূচনামাত্র। বিজেপিকে হারাতে আরও দল এই মঞ্চে সামিল হবে। বিজেপি ভাবছে, ২০১৯-র লোকসভা নির্বাচনে তারা সহজেই জিতে যাবে। কিন্তু বাস্তব ততটা সহজ নয়।
বিজেপি বিরোধীদের প্রতি সমর্থনের কথা জানিয়ে মমতা বলেছেন, এক্ষেত্রে তৃণমূল সনিয়া গাঁধী, লালু প্রসাদ, নিতিশ কুমার, অরবিন্দ কেজরীবালদের সঙ্গেই থাকবে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
খবর
খবর
ব্যবসা-বাণিজ্যের
Advertisement