এক্সপ্লোর
বিজেপির উত্থানে তৃণমূলের লাভ? ৪৩%- বলেছে 'হ্যাঁ', ৪৬% 'না': এবিপি আনন্দ-সি ভোটার সমীক্ষা

কলকাতা: আগামী মাসে পঞ্চায়েত ভোট। ভোটের আগে ভোটারদের মতামত সংগ্রহের চেষ্টায় এবিপি আনন্দ-সি ভোটার সমীক্ষা করেছিল। বিরোধী ভোট ভাগ ও বিজেপির উত্থান রাজ্য রাজনীতিতে নয়া মাত্রা যোগ করেছে। সম্প্রতি রাজ্যে রামনবমীতে মিছিল ঘিরে হিংসার ঘটনাও ঘটে। রাজ্য রাজনীতিতে বিজেপি মেরুকরণের চেষ্টা করছে বলে অভিযোগ শাসক দল তৃণমূল। অন্যদিকে, বিজেপি ধারাবাহিকভাবেই মমতার বিরুদ্ধে সংখ্যালঘু তোষণের অভিযোগ করে এসেছে। সে ইমাম ভাতাই হোক, বা মহরমের সময় দুর্গাপুজোর বিসর্জনে প্রশাসনিক নিষেধাজ্ঞা। এরইমধ্যে রাজ্যের বিভিন্ন উপনির্বাচনগুলিতে বিজেপি ক্রমশ বাম ও তৃণমূলকে সরিয়ে তৃণমূলের পর দ্বিতীয় স্থানে উঠে আসছে। রাজ্যে বিজেপির উত্থান কি পরোক্ষে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলকে সাহায্য করছে? সমীক্ষায় এই প্রশ্নের উত্তরে ৪৩%- বলেছে হ্যাঁ এটা হচ্ছে। ৪৬% অবশ্য এমনটা মনে করে না। জানি না/বলতে পারব না বলেছে ১১%
তৃণমূলের বিরুদ্ধে মুসলিম তোষণের অভিযোগে বারবার সরব হয় বিজেপি। এই অভিযোগ কি সত্যি মনে করেন? এবিপি আনন্দ-সি ভোটারের সমীক্ষায় এই প্রশ্নও করা হয়। ৫৯%-র মতে হ্যাঁ, তৃণমূলের বিরুদ্ধে মুসলিম তোষণের অভিযোগ সত্যি বলে মনে করে তারা। ৩৩% অবশ্য এই অভিযোগ মানতে নারাজ। জানি না বা বলতে পারব না বলেছে ৮%
সাম্প্রতিককালে রামনবমীর মিছিল ঘিরে উত্তপ্ত হয়েছে রাজ্য। সমীক্ষায় প্রশ্ন করা হয়েছিল, রামনবমী- হনুমান জয়ন্তীর মিছিলের ফলে বিজেপি কি আদৌ লাভবান হবে? ৪৫%-এর মতে হ্যাঁ, এতে বিজেপির লাভ হবে। ৪৩% অবশ্য মনে করে, এতে বিজেপির কোনও লাভ হবে না। জানি না/বলতে পারব না বলেছে ১২%
এরপরের প্রশ্ন ছিল, রামনবমী-হনুমান জয়ন্তীর মিছিলের ফলে বিজেপির লাভ হলে, সেটা কীরকম লাভ হতে পারে? ২০%-র মতে এতে বিজেপির ভোট বাড়তে পারে। ১১% বলছে, এই ধরণের মিছিলের ফলে সাম্প্রদায়িক মেরুকরণ হবে। ৮%-র মতে এতে বিজেপি সাংগঠনিকভাবে অ্যাডভান্টেজ পাবে। ৩৪% অবশ্য বলছে, রামনবমী-হনুমান জয়ন্তীর মিছিলের ফলে রাজনৈতিক ক্ষতি হতে পারে বিজেপির। জানি না/বলতে পারব না বলেছে ২৭%
তৃণমূলের বিরুদ্ধে মুসলিম তোষণের অভিযোগে বারবার সরব হয় বিজেপি। এই অভিযোগ কি সত্যি মনে করেন? এবিপি আনন্দ-সি ভোটারের সমীক্ষায় এই প্রশ্নও করা হয়। ৫৯%-র মতে হ্যাঁ, তৃণমূলের বিরুদ্ধে মুসলিম তোষণের অভিযোগ সত্যি বলে মনে করে তারা। ৩৩% অবশ্য এই অভিযোগ মানতে নারাজ। জানি না বা বলতে পারব না বলেছে ৮%
সাম্প্রতিককালে রামনবমীর মিছিল ঘিরে উত্তপ্ত হয়েছে রাজ্য। সমীক্ষায় প্রশ্ন করা হয়েছিল, রামনবমী- হনুমান জয়ন্তীর মিছিলের ফলে বিজেপি কি আদৌ লাভবান হবে? ৪৫%-এর মতে হ্যাঁ, এতে বিজেপির লাভ হবে। ৪৩% অবশ্য মনে করে, এতে বিজেপির কোনও লাভ হবে না। জানি না/বলতে পারব না বলেছে ১২%
এরপরের প্রশ্ন ছিল, রামনবমী-হনুমান জয়ন্তীর মিছিলের ফলে বিজেপির লাভ হলে, সেটা কীরকম লাভ হতে পারে? ২০%-র মতে এতে বিজেপির ভোট বাড়তে পারে। ১১% বলছে, এই ধরণের মিছিলের ফলে সাম্প্রদায়িক মেরুকরণ হবে। ৮%-র মতে এতে বিজেপি সাংগঠনিকভাবে অ্যাডভান্টেজ পাবে। ৩৪% অবশ্য বলছে, রামনবমী-হনুমান জয়ন্তীর মিছিলের ফলে রাজনৈতিক ক্ষতি হতে পারে বিজেপির। জানি না/বলতে পারব না বলেছে ২৭%
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















