এক্সপ্লোর
Advertisement
পঞ্চায়েত ভোটে মনোনয়ন জমা দেওয়ার প্রথম দিনেই রাজ্যজুড়ে বিরোধীদের 'বাধা ও মারধর', অভিযোগ অস্বীকার তৃণমূলের
কলকাতা: পঞ্চায়েত ভোটের মনোনয়ন প্রক্রিয়া শুরু হতে না হতেই অশান্তির ঘনঘটা। বীরভূম থেকে পূর্ব মেদিনীপুর, হুগলি থেকে কোচবিহার। সর্বত্রই বিরোধীদের বাধা ও মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার শাসক দলের।
কোথাও মারধর।কোথাও হুমকি।কোথাও মনোনয়ন পত্র কেড়ে নেওয়া। পঞ্চায়েত ভোটে মনোনয়ন পেশের প্রথম দিনেই রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে উঠে এল এরকম অশান্তির খণ্ডচিত্র। আর তাতে পথ দেখাল বীরভূম।
তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মন্ডল সেই কালীপুজোর সময় পঞ্চায়েত নিয়ে ইঙ্গিত দিয়ে রেখেছিলেন। বলেছিলেন, পঞ্চায়েতের লাঠি কালীপুজোর ঢাকের কাঠির থেকে আরও মোটা।
বিরোধীদের দাবি, বীরভূমে অনুব্রতর এই কথাই মনোনয়ন পেশের শুরুর দিন থেকে অক্ষরে অক্ষরে পালন করতে শুরু করলেন তৃণমূল কর্মীরা।
দুবরাজপুরে বিজেপি প্রার্থীরা মনোনয়ন জমা দিতে গেলে তৃণমূলকর্মীরা তাঁদের বেধড়ক মারধর করা হয়!বিরোধীদের দাবি, পুলিশের সামনে গোটা ঘটনা ঘটলেও, উর্দিধারীরা ছিলেন কার্যত নীরব দর্শকের ভূমিকায়।
রামপুরহাট ১ নম্বর ব্লকে বিজেপি প্রার্থীরা মনোনয়ন পেশ করতে গেলে পুলিশ তাঁদের বাইরে ডাকে। অভিযোগ বাইরে আসতেই তাঁদের ওপর চড়াও হয় তৃণমূল। বিজেপি কর্মীদের বেধড়ক মারধর করা হয়। আহত হন অন্তত ২৫-৩০ জন।
ইলামবাজারে এদিন সর্বদল বৈঠক ডাকেন বিডিও। অভিযোগ, বৈঠক থেকে বেরোতেই বিরোধী প্রার্থীদের থেকে মনোনয়নপত্র ছিনিয়ে তৃণমূল। মনোনয়নের প্রথম দিনেই তৃণমূলের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগে সরব বিরোধীরা। সিপিএম নেতা রামচন্দ্র ডোম বলেছেন,
ভোট ঘোষণার আগে নেতারা বলছিলেন। প্রথম দিনেই দেখলাম মস্তান বাহিনী হামলা চালাচ্ছে। এই অবস্থায় কীকরে ভোট হবে? ভোট প্রহসনে পরিণত হচ্ছে।
বিজেপি জেলা সভাপতি রামকৃষ্ণ রায়ের দাবি, জেলাজুড়ে দলের কর্মীরা যেখানেই মনোনয়ন জমা দিতে গিয়েছিল।, প্রত্যেক জায়গায় আক্রান্ত। কোথাও পুলিশ পদক্ষেপ নেয়নি। তবে তাঁরা আবার মনোনয়ন জমা দেবেন বলে জানিয়েছেন তিনি।
তৃণমূল অবশ্য এসব অভিযোগ মানতে নারাজ।
বীরভূমের পাশাপাশি মনোনয়ন পেশের প্রথম দিনই অশান্তির সাক্ষী পূর্ব মেদিনীপুর, কোচবিহার এবং হুগলি।
পূর্ব মেদিনীপুরের সুতাহাটায় সিপিএম ও বিজেপি প্রার্থীরা মনোনয়ম জমা দিতে গেলে তৃণমূল তাঁদের বাধা দেয় বলে অভিযোগ। বাধা দিলে বিজেপির জেলা সভাপতি ও সাধারণ সম্পাদককে বেধড়ক মারধর করা হয়।
তৃণমূল অভিযোগ অস্বীকার করেছে।
কোচবিহারের হলদিবাড়ি বিডিও অফিসে বিজেপির সাধারণ সম্পাদক বঙ্কিমচন্দ্র রায় মনোনয়নের ফর্ম তুলতে এলে পুলিশের সামনেই তৃণমূলকর্মীরা তাঁদের মারধর করেন বলে অভিযোগ। তৃণমূল অবশ্য এই অভিযোগ অস্বীকার করেছে।
হুগলির আরামবাগে বিজেপি প্রার্থীরা বিডিও অফিসে মনোনয়নপত্র জমা দিতে এলে তৃণমূল কর্মীরা তাঁদের ঘাড় ধাক্কা দিয়ে বার করে দেন বলে অভিযোগ। তৃণমূল অবশ্য অভিযোগ মানতে চায়নি।
উত্তর থেকে দক্ষিণে এই ছবি দেখে অনেকে বলছেন, মনোনয়ন পেশের প্রথম দিনেই এই হাল! তাহলে পরে কী হবে!!!!!!
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
জেলার
জেলার
জেলার
Advertisement