এক্সপ্লোর
Advertisement
নবান্নে আসার জের, জল ‘বন্ধ’ বীরভূমের কৃষককে
কলকাতা: দু’দুবার নবান্নে এসেছেন। তারপর চাষ করতে আর কোনও সমস্যা হবে না বলে আশ্বাস দেন খোদ বোলপুর থানার সিআই-ও। কিন্তু, বাস্তবে যে কিছুই বদলায়নি।
তা রবিরাবই ভোরেই বুঝতে পারলেন বীরভূমের পাড়ুইয়ের কৃষক মিঠুন গড়াই। সকালে মাঠে চাষ করতে গিয়ে তিনি দেখেন জল নেই। শ্যালো পাম্প মালিকের সঙ্গে যোগাযোগ করেন। মিঠুনের অভিযোগ, স্থানীয় তৃণমূল নেতা তৃণমূল নেতা নারায়ণ দাস বারণ করাতেই জল দিচ্ছেন না পাম্প মালিক। তাঁর দাবি, এ বিষয়ে ফোন করলে সিআই বলেন, কেউ আপনাকে জল দিতে না চাইলে আমার কিছু করার নেই। যদি কেউ জমিতে নামতে বাধা দেয় বা ঝামেলা করে তাহলে আমায় জানাবেন। ব্যবস্থা নেব।
সরাসরি কারও নাম না করলেও, তৃণমূলের একাংশের কথাতেই যে তিনি জল দিচ্ছেন না তা স্বীকার করে নিয়েছেন পাম্প মালিকও। তাঁর দাবি, গতকাল রাতে তাঁর কাছে তৃণমূলের লোকেরা এসে জল দিতে বারণ করে।
এর আগেও নিজের জমিতে চাষ করতে করে গিয়ে তোলাবাজির মুখে পড়েন বলে অভিযোগ করেন পাড়ুইয়ের কৃষক মিঠুন গড়াই। সরাসরি স্থানীয় তৃণমূল পরিচালিত পঞ্চায়েতের উপপ্রধানের বিরুদ্ধেই সাড়ে তিন লক্ষ টাকা চাওয়ার অভিযোগ করেন। দ্বারস্থ হন নবান্নের। হস্তক্ষেপ করে খোদ মুখ্যমন্ত্রীর দফতর। কিন্তু, এখনও সমস্যায় গ্রামের এই কৃষক। ভরসা সেই নবান্ন।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
ক্রিকেট
জেলার
Advertisement