পেট্রোলের দামে সর্বকালীন রেকর্ড, বাইক আরোহীদের গোলাপ ফুল ও মিষ্টি দিয়ে প্রতিবাদ তৃণমূল কর্মীদের
ইতিমধ্যেই সারা রাজ্যে সেঞ্চুরি পার করেছে লিটার প্রতি পেট্রোলের মূল্য। নাকাশিপাড়ার বেথুয়াডহরীতে লিটার প্রতি পেট্রোলের মূল্য ১০১টাকা ৮১ পয়সা ও ডিজেল ৯৩ টাকা ৬০ পয়সা।
প্রদ্যুৎ সরকার, নাকাশিপাড়া: জেলায় জেলায় সেঞ্চুরি হাঁকাচ্ছে পেট্রোল। নাজেহাল অবস্থা সাধারণ মানুষের। আর পেট্রোলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বাইক আরোহীদের গোলাপ ফুল ও মিষ্টি মুখ করিয়ে অভিনব বিক্ষোভের সাক্ষী থাকল নদীয়াবাসী। নদীয়ার নাকাশিপাড়া ব্লক তৃণমূল যুব কংগ্রেসের কর্মীরা বাইক আরোহীদের গোলাপ ফুল ও মিষ্টি মুখ করিয়ে পেট্রোলের মূল্যবৃদ্ধির প্রতিবাদ করেন।
আজ, শুক্রবার সকালে নাকাশিপাড়ার ৩৪ নম্বর জাতীয় সড়কের পাশের একটি পেট্রোল পাম্পের সামনে এই বিক্ষোভ দেখান তাঁরা। ইতিমধ্যেই সারা রাজ্যে সেঞ্চুরি পার করেছে লিটার প্রতি পেট্রোলের মূল্য। নাকাশিপাড়ার বেথুয়াডহরীতে লিটার প্রতি পেট্রোলের মূল্য ১০১টাকা ৮১ পয়সা ও ডিজেল ৯৩ টাকা ৬০ পয়সা। ফলে নাভিশ্বাস উঠেছে আমজনতার। তারই প্রতিবাদে এই বিক্ষোভ যুব তৃণমূল কর্মীদের।
পেট্রোলের দামে সর্বকালীন রেকর্ড। গোটা দেশেই এক পরিস্থিতি। বিশ্ব বাজারে দাম আগের তুলনায় কম হলেও, ভারতে ঊর্ধ্বমুখী পেট্রোপণ্যের দাম। এই অবস্থায়, ত্রাহি ত্রাহি অবস্থা সাধারণ মানুষের। একে একে পশ্চিমবঙ্গের সব জেলায় পেট্রোলের দাম সর্বকালীন রেকর্ড গড়ে ১০০ টাকা পেরিয়ে গেছে।
কার্যত গোটা দেশেই এখন এই অবস্থা। যা কোনওদিন হয়নি এখন তাই হচ্ছে। দিল্লি, মুম্বই, কলকাতা সহ চেন্নাই দেশের চার মেট্রো শহরেই সর্বকালীন রেকর্ড গড়ে পেট্রোল সেঞ্চুরি হাঁকিয়েছে। ডিজেলও সেই রাস্তায় এগোচ্ছে। কিন্তু, বিশ্ব বাজারে দাম আগের তুলনায় কম হওয়া সত্ত্বেও, ভারতে পেট্রেপণ্যের দাম কেন লাগাতার উর্ধ্বমুখী?
পরিসংখ্যান অনুযায়ী, ২০১৪ সালে ডিজেলের ওপর মনমোহন সরকার এক্সাইজ ডিউটি নিত ৩ টাকা ৫৬ পয়সা। কিন্তু, এখন মোদি সরকার নেয় ৩১ টাকা ৮০ পয়সা। অর্থাৎ ইউপিএ সরকারের তুলনায় পেট্রোলের ওপর এক্সাইজ ডিউটি ৮০০ শতাংশ বেড়েছে। আর ডিজেলের ওপর বেড়েছে প্রায় আড়াইশো শতাংশ। গত বছর লকডাউনের সময়, বিশ্বজুড়ে পেট্রোপণ্যের চাহিদা কমে যায়। বিশ্ববাজারে কমে অপরিশোধিত তেলের দাম। কিন্তু, কেন্দ্র সরকার পেট্রোল ও ডিজেলের উপর এক্সাইজ ডিউটি বাড়িয়ে দেয়। এই অবস্থায়, পেট্রোপণ্যের রেকর্ড মূল্যবৃদ্ধির জেরে নাজেহাল সাধারণ মানুষ!