পিনকন মামলা: হাতে কোভিড পজিটিভ সার্টিফিকেট নিয়ে আদালতে নাটকীয় আত্মসমর্পণ 'পলাতক' যাবজ্জীবন সাজাপ্রাপ্তের
সাজাপ্রাপ্তর চিকিৎসার ব্যবস্থা করতে জেলা প্রশাসনকে নির্দেশ আদালতের
পূর্ব মেদিনীপুর: টানা দেড়মাসের বেশি সময় ধরে পুলিশের খাতায় পলাতক! বেআইনি লগ্নি সংস্থা পিনকন মামলায় এক যাবজ্জীবন কারাদণ্ডে সাজাপ্রাপ্ত অবশেষে মঙ্গলবার আত্মসমর্পন করলেন!
এদিন পূর্ব মেদিনীপুরের তমলুক জেলা ও দায়রা আদালতে আসেন তিনি! সঙ্গে ছিল কোভিড পজিটিভ রিপোর্ট! আইনজীবীর দাবি, করোনা আক্রান্ত হওয়ার জন্যই তিনি হাজিরা দিতে পারেননি।
অভিযুক্তদের আইনজীবী বলেন, আমার মক্কেল কোভিডে আক্রান্ত হয়েছিলেন, সেই জন্য উনি হাজির হতে পারেননি, এখনও করোনামুক্ত হননি।
যদিও, সাজাপ্রাপ্তর এই যুক্তি নিয়ে প্রশ্ন তুলেছেন সরকারি আইনজীবী! তাঁর পাল্টা দাবি, উনি যদি কোভিড আক্রান্ত হন, তাহলে কেন প্রথমে এসে জানালেন না? রাজ্যে এত হাসপাতাল থাকতে ওড়িশায় গিয়ে কেন কোভিড টেস্ট করাতে হল? কোভিড প্রোটোকল মানেননি তিনি।
মঙ্গলবার আদালতের তরফে করোনা আক্রান্ত সাজাপ্রাপ্তর চিকিৎসার ব্যবস্থা করতে বলা হয়েছে জেলা প্রশাসনকে। পাশাপাশি ২৬ নভেম্বর তাঁর চিকিৎসা সংক্রান্ত যাবতীয় রিপোর্ট নিয়ে আদালতে ফের হাজিরার দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।