PM Modi Haldia Visit: কোথাও ছিঁড়ল মোদির ফ্লেক্স, কোথাও বাসে ইটবৃষ্টি, প্রধানমন্ত্রীর সভার আগে মেদিনীপুরে উত্তেজনা
আজ রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী। দুপুর ৩টে ১০-এ কলকাতায় নামবে তাঁর বিমান। সেখান থেকে কপ্টারে চড়ে যাবেন হলদিয়ায়... দেখে নিন পূর্ণ সূচি
বিটন চক্রবর্তী, অলোক সাঁতরা, মেদিনীপুর: রবিবার হলদিয়ায় প্রধানমন্ত্রীর সভার আগে মেদিনীপুর জুড়ে উত্তেজনা। কোথাও ছেঁড়া হল প্রধানমন্ত্রীর ফ্লেক্স, তো কোথাও বাসে হামলা।
একদিকে, নন্দকুমারে ছেঁড়া হল বিজেপির ফ্লেক্স। অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। প্রধানমন্ত্রীর সভার সমর্থনে নন্দকুমার হাই রোডের একাধিক এলাকায় লাগানো হয় ফ্লেক্স।
বিজেপির অভিযোগ, গতকাল রাতের অন্ধকারে সেগুলি ছিঁড়ে দেয় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। এনিয়ে সকাল থেকে এলাকায় উত্তেজনা ছড়ায়। অভিযোগ অস্বীকার করেছে শাসক শিবির।
আবার হলদিয়ায় প্রধানমন্ত্রীর সভায় যাওয়ার পথে, মেদিনীপুর শহর সংলগ্ন ধর্মা এলাকায় বাসে হামলা, ইটবৃষ্টির অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। ইটের ঘায়ে মাথা ফাটল তিন বিজেপি কর্মীর। প্রতিবাদে বাস থেকে নেমে বিক্ষোভ দেখাতে শুরু করেন বিজেপি কর্মীরা।
বিজেপির অভিযোগ, কেশপুর থেকে হলদিয়ায় যাওয়ার পথে, মেদিনীপুর শহরের কাছে ধর্মা এলাকায় বাসে হামলা চালায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা।
হলদিয়ায় প্রধানমন্ত্রীর সভার আগে নন্দীগ্রামের কমলপুরে বিজেপির প্রস্তুতি সভায় হামলার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। আহত হয়েছেন ৫ বিজেপি কর্মী। ২ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায়, তাঁদের তমলুক জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিজেপির অভিযোগ, প্রধানমন্ত্রীর সভায় যাওয়া নিয়ে দলের প্রস্তুতি বৈঠক চলাকালীন রড-বাঁশ-লাঠি নিয়ে হামলা চালায় তৃণমূল কর্মীরা। এই ঘটনায় বিজেপির তরফে থানায় অভিযোগ দায়ের হয়েছে।
বিজেপির আদি ও নব্যের দ্বন্দ্বের জেরে এই ঘটনা, দাবি শাসক শিবিরের। মুখ্যমন্ত্রী, তৃণমূলের যুব নেতা ইঞ্চিতে-ইঞ্চিতে দেখে নেব, বুঝে নেব বলে উস্কানি দিচ্ছেন, এধরনের ঘটনা তারই পরিণতি, নন্দীগ্রামে বিজেপি কর্মীদের উপর হামলা প্রসঙ্গে প্রতিক্রিয়া দিলীপ ঘোষের।
আজ রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী। দুপুর ৩টে ১০-এ কলকাতায় নামবে তাঁর বিমান। সেখান থেকে কপ্টারে চড়ে যাবেন হলদিয়ায়। প্রথমে হলদিয়া হেলিপ্যাড গ্রাউন্ডে রাজনৈতিক সভায় অংশ নেবেন নরেন্দ্র মোদি।
এরপর পেট্রোলিয়াম মন্ত্রকের একটি অনুষ্ঠানে অংশ নেবেন তিনি। সেখানে বিপিসিএলের এলপিজি টার্মিনাল, ধোবি-দুর্গাপুর প্রাকৃতিক গ্যাসলাইন ও হলদিয়ার রানিচকে একটি রেল ওভারব্রিজের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।
এরপর সন্ধেয় কলকাতা ফিরে রাতেই দিল্লি উড়ে যাবে তাঁর বিমান। অন্যদিকে, হলদিয়ার সরকারি অনুষ্ঠানে মমতা বন্দ্যোপাধ্যায় থাকবেন না বলে প্রধানমন্ত্রীর দফতরকে জানিয়েছে মুখ্যমন্ত্রীর দফতর।