PM Modi Rail Projects: আজ নোয়াপাড়া-দক্ষিণেশ্বর মেট্রো রুট, একাধিক রেল প্রকল্পের উদ্বোধন করবেন মোদি
চুঁচুড়ার ডানলপ ময়দান থেকেই ভার্চুয়াল মাধ্যমে মেট্রোর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
অরিত্রিক ভট্টাচার্য, কলকাতা: আগামী ৭ মার্চ ব্রিগেড সমাবেশের আগে আজ রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী।
আজ চুঁচুড়ার ডানলপ ময়দান থেকে নোয়াপাড়া দক্ষিণেশ্বর মেট্রোর ভার্চুয়াল উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। সম্প্রসারিত রুটে যাত্রী পরিষেবা শুরু হবে মঙ্গলবার থেকে।
মেট্রো সূত্রে খবর, কাজের দিনে দক্ষিণেশ্বর থেকে নিউ গড়িয়া পর্যন্ত চলবে ১৫৮টি ট্রেন। ছুটির দিনে ১৫৬টি ট্রেন চলবে। অফিসটাইমে ৭ মিনিট অন্তর চলবে মেট্রো।
নোয়াপাড়া-দক্ষিণেশ্বর রুটে শেষ মেট্রো মিলবে রাত সাড়ে ৯টায়। কিলোমিটার বাড়লেও মেট্রোর সর্বোচ্চ ভাড়া থাকছে ২৫ টাকাই।
মেট্রো সূত্রে খবর, পথের দৈর্ঘ্য বাড়লেও এখনই বাড়ছে না ভাড়া। সপ্তাহে কাজের দিনে দক্ষিণেশ্বের থেকে নিউ গড়িয়ার মধ্যে আপডাউনে ৭৯ জোড়া ট্রেন চলবে।
নোয়াপাড়া দক্ষিণেশ্বের মেট্রোর পাশাপাশি আজ উদ্বোধন করা হবে কলাইকুন্ডা ও ঝাড়গ্রামের মধ্যে তৃতীয় লাইন, আজিমগঞ্জ ও খাগড়াঘাট রোড শাখার দ্বিতীয় লাইন।
এছাড়া উদ্বোধন হবে হাওড়া-বর্ধমান কর্ড লাইনে ডানকুনি ও বারুইপাড়ার মধ্যে চতুর্থ লাইন এবং হাওড়া-বর্ধমান মেন লাইনে রসুলপুর ও মগরার মধ্যে তৃতীয় লাইনের।
এর পাশাপাশি, কেন্দ্রীয় জলসম্পদ মন্ত্রকের একটি অনুষ্ঠানে যোগ দেবেন নরেন্দ্র মোদি। এছাড়া, হুগলির চুঁচুড়ার ডানলপ ময়দানে রাজনৈতিক সভা করবেন তিনি।
আজ দুপুর ৩টে নাগাদ অসম থেকে কলকাতা বিমানবন্দর পৌঁছবেন প্রধানমন্ত্রী। সেখান থেকে হেলিকপ্টারে চুঁচুড়া যাবেন তিনি। পরে গাড়িতে ডানলপ সভামঞ্চে পৌছবেন মোদি।
দুপুর ৩টে ৪৫-এ ডানলপ ময়দানে রাজনৈতিক সভা রয়েছে প্রধানমন্ত্রী। বিকেল সাড়ে চারটে নাগাদ একাধিক রেল প্রকল্পের উদ্বোধন করবেন তিনি।