প্রেমিকের সঙ্গে পরিকল্পনা করে মেয়েকে খুন, থানায় গিয়ে নিজেই নিখোঁজ ডায়েরি করল মা
এ বছরের ১৩ জুলাই পুলিশ কিছু সূত্রের ভিত্তিতে জাহানারা বিবিকে আটক করে জেরা করে।
বিটন চক্রবর্তী, পূর্বমেদিনীপুর: বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে প্রেমিকের সাহায্যে নিজের মেয়েকে খুন। এরপর থানায় গিয়ে নিজেই নিখোঁজ ডায়েরি করল মা। তাতেও শেষ রক্ষা হলো না। শেষ পর্যন্ত পুলিশের জালে ধরা পড়ল অভিযুক্ত মা ও তার প্রেমিক। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে পূর্বমেদিনীপুর জেলার ময়না থানা এলাকায়।
২০২০ সালের ৩০শে জানুয়ারি পূর্বমেদিনীপুরের ময়নার গড়সাফাৎ এলাকার বাসিন্দা জাহানারা বিবি ময়না থানায় লিখিত অভিযোগ করে জানান, তিনি সন্ধেবেলায় বাড়ি ফিরে এসে দেখেন তার ৬ বছরের মেয়ে বাড়িতে নেই। সেই মর্মে তিনি ময়না থানায় একটি নিখোঁজ ডায়েরিও করেন।
এর পর তদন্তে নামে পুলিশ, কিন্তু মেয়েটির কোনও খোঁজ মেলেনি। এ বছর ২২ শে এপ্রিল জাহানারা বিবির বাড়ির পেছনের পুকুর থেকে একটি কঙ্কাল উদ্ধার হয়। প্রাথমিকভাবে পুলিশ মনে করে এটি জাহানারা বিবির নিখোঁজ মেয়ের হতে পারে। পরে সেটিকে ফরেন্সিক টেস্টের জন্য পাঠানো হয়।
তদন্তে পুলিশ তদন্তে নেমে জানতে পারে জাহানারা বিবির সঙ্গে নদীয়ার এক যুবকের বিবাহ বহির্ভূত সম্পর্ক রয়েছে। পুলিশ সূত্রে দাবি, তদন্তে জানা যায় নদীয়ার নবদ্বীপ থানা এলাকার মহেশগঞ্জ এলাকার বাসিন্দা শেখ সাবিরের সঙ্গে মোবাইল ফোনের মিসড কল চালাচালি হত। এ ভাবেই প্রথম পরিচয় হয়। তারপর থেকে শেখ সাহেব নামে ওই ব্যাক্তি প্রায়সয় জাহানারা বিবির বাড়িতে আসতেন।
এ বছরের ১৩ জুলাই পুলিশ কিছু সূত্রের ভিত্তিতে জাহানারা বিবিকে আটক করে জেরা করে। পুলিশের দাবি, জেরায় সে ও তাঁর প্রেমিক শেখ সাহেব দু-জনে মিলে খুন করেছে বলে স্বীকার করে। ঘটনায় জাহানারা বিবিকে সেদিনই গ্রেফতার করা হয়। এরপর শেখ সাহেবের খোঁজ চালায় পুলিশ।
পুলিশ জানায়, ইদ উপলক্ষ্যে মঙ্গলবার কেরল থেকে বাড়িতে ফেরে সে। বুধবার নবদ্বীপ থানার পুলিশ গ্রেফতার করা হয় সাহেবকে। আজ তাঁকে তমলুক আদালতে তোলা হলে বিচারক ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন।