এক্সপ্লোর
Advertisement
শুধু নেতারাই নন, পরিবারের সদস্যরাও সুবিধা পেয়েছেন রোজভ্যালি থেকে, দাবি সিবিআইয়ের
কলকাতা: রাজনীতিকরা তো ছিলেনই। কিন্তু, এবার গোলাপের কাঁটার খোঁচা কি লাগতে চলেছে তাঁদের পরিবারেও?
সিবিআই সূত্রে দাবি, রাজনীতিকরা যে একাই রোজভ্যালি থেকে সুযোগ সুবিধা নিয়েছেন, এমন নয়। পরিবারের সদস্যদেরও বিপুল সুযোগ-সুবিধা পাইয়ে দিয়েছেন তাঁরা। তদন্ত করতে গিয়ে এখন উঠে আসছে সেইসব তথ্য।
তালিকার প্রথম নামই রোজভ্যালিকাণ্ডে ধৃত তৃণমূল সাংসদ তাপস পালের।
কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সূত্রে দাবি, তাপস পাল নিজে রোজভ্যালির দু’টি সংস্থার ডিরেক্টর ছিলেন। তাঁর স্ত্রী নন্দিনী পাল ছিলেন রোজভ্যালির টেলিভিশন চ্যানেলে একটি অনুষ্ঠানের প্রযোজক। মেয়ে সোহিনী পালও ছিলেন রোজভ্যালিরই আরেকটি সংস্থার এইচ আর এগজিকিউটিভ।
পরিবারের পাশাপাশি তাপস পাল আরেক সাংসদকেও রোজভ্যালি থেকে অনেক সুযোগ সুবিধা পাইয়ে দিয়েছেন বলে অভিযোগ।
শুধু অবশ্য তাপস পাল নন, তালিকায় রয়েছে আরও একাধিক নাম। সিবিআই সূত্রে দাবি,
এক সাংসদ তাঁর শ্যালিকার ছেলেকে রোজভ্যালি কর্ণধার গৌতম কুণ্ডুর পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট হিসেবে চাকরি পাইয়ে দেন। এজন্য মাসে মাসে তাঁর পকেটে যেত মোটা বেতন।
তদন্তকারীদের একাংশের আরও দাবি, তদন্ত করতে গিয়ে রোজভ্যালির সঙ্গে ক্রেতা সুরক্ষা মন্ত্রী সাধন পাণ্ডের মেয়ে শ্রেয়া পাণ্ডের যোগ উঠে এসেছে। সিবিআই সূত্রে খবর, যেখানেই রোজভ্যালির অফিস তৈরি হোক না কেন, সেখানকার ইন্টিরিয়র ডেকরেশনের দায়িত্ব পেতেন সাধন পাণ্ডের মেয়ে।
এ প্রসঙ্গে সাধন পাণ্ডের দাবি, তাঁর মেয়ে ব্যবসা করেন.. এর সঙ্গে রাজনীতির সম্পর্ক কী।
সিবিআই সূত্রে দাবি, এই নেতা-মন্ত্রীদের প্রভাবের কারণেই তাঁদের কাছের লোককে মোটা টাকার বিনিময়ে কাজ দেন গৌতম কুণ্ডু। বদলে তিনিও এদের থেকে অনেক সুযোগ-সবিধা নিয়েছে বলে অনুমান গোয়েন্দাদের। আপাতত যে নামগুলি উঠে এসেছে, তাঁদের বিরুদ্ধে আরও তথ্যপ্রমাণ জোগাড়ের কাজে ব্যস্ত গোয়েন্দারা।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
জেলার
আইপিএল
জেলার
Advertisement