Ration Scam: 'ডিস্ট্রিবিউটার যদি চুরি করে থাকেন, তাহলে মন্ত্রী কীভাবে যুক্ত হলেন?' প্রশ্ন তুললেন বিচারক | ABP Ananda LIVE
ABP Ananda LIVE: তদন্তের দেড় বছরের মধ্যে রেশন দুর্নীতি নিয়েই প্রশ্ন তুললেন বিচারক। 'নদিয়ার যে এফআইআরের থেকে তদন্ত শুরু করেছিলেন সেটা একটা চুরির মামলা ছিল', জ্যোতিপ্রিয় মল্লিকের জামিন মামলায় মন্তব্য বিচারকের। 'সেটা চুরি নয় দুর্নীতি কেন বলছেন?' 'যদি দুর্নীতি হয় তাহলে আজ পর্যন্ত কোনও সরকারি অফিসারকে কেন অভিযুক্ত করেননি ? যাঁদের সিল পাওয়া গিয়েছিল'। 'কেউ আপনাদের কী এসে বলেছে শর্ট সাপ্লাই হয়েছে?' 'ডিস্ট্রিবিউটার যদি চুরি করে থাকেন, তাহলে মন্ত্রী কীভাবে যুক্ত হলেন?' 'মেনে নিলাম তাঁর আত্মীয়দের অ্যাকাউন্টে টাকা ঢুকেছে, কোম্পানিতে টাকা ঢুকেছে এবং সেই টাকা বাকিবুরের থেকে এসেছে।' 'উনি দুর্নীতিগ্রস্ত হতে পারেন, এটা অন্য দুর্নীতির টাকা হতে পারে'। 'রেশন দুর্নীতির টাকা কীভাবে পেলেন? এই ভাবনা কোথা থেকে এল?' 'আপনারা রুটে গিয়ে তদন্ত করুন, গঙ্গাসাগর নয়, গঙ্গোত্রীতে শুরু করুন'। 'রেশনে দুর্নীতি হলে সেটার শুরু কোথায়?', প্রশ্ন বিচারকের। 'চুরির তদন্ত করতে গিয়ে এই দুর্নীতির তথ্য সামনে এসেছে', বিচারকের একাধিক প্রশ্নের উত্তরে জবাব ইডির আইনজীবীর। 'লাইসেন্সবিহীন দোকান থেকে NPG-এর একাধিক বস্তা পাওয়া গিয়েছে'। 'অথচ বস্তা চুরির কোনও অভিযোগ হয়নি'। 'জ্যোতিপ্রিয় যখন মাথায় ছিলেন, তখন ওঁর নির্দেশে গোটা চেন কাজ করছিল'। '১০০ টি এফআইআর হয়েছে'। 'কিন্তু সরকার আমাদের সেই তথ্য দেয়নি'। বিচারকের একাধিক প্রশ্নের উত্তরে জবাব ইডির আইনজীবীর