এক্সপ্লোর
প্রয়াত বর্ষীয়াণ অভিনেত্রী-গায়িকা রুমা গুহঠাকুরতা
১৯৫৮-য় রুমা প্রতিষ্ঠা করেন ক্যালকাটা ইউথ কয়্যার। সুঅভিনেত্রী রুমা সত্যজিৎ রায়ের অভিযান ও গণশত্রু ছবিতে অভিনয় করেছেন।
![প্রয়াত বর্ষীয়াণ অভিনেত্রী-গায়িকা রুমা গুহঠাকুরতা Ruma Guha Thakurta passes away প্রয়াত বর্ষীয়াণ অভিনেত্রী-গায়িকা রুমা গুহঠাকুরতা](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2019/06/03101108/ruma-guhathakurata-still-new.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
কলকাতা: প্রয়াত হলেন অতীতদিনের প্রখ্যাত অভিনেত্রী ও ক্যালকাটা ইউথ কয়্যারের প্রতিষ্ঠাত্রী রুমা গুহ ঠাকুরতা। বয়স হয়েছিল ৮৪ বছর। আজ ভোরে কলকাতার বাড়িতে ঘুমের মধ্যে মারা গিয়েছেন তিনি।
১৯৩৪-এ রুমার জন্ম কলকাতাতেই। মা সতী দেবী বিখ্যাত গায়িকা ছিলেন, ছিলেন দেশের প্রথম মহিলা সঙ্গীত পরিচালক। বাবা সত্যেন ঘোষ। রুমার ছোটবেলা কাটে আলমোড়া ও মুম্বইতে। ১৯৫২-য় বিয়ে করেন কিশোর কুমারকে, ৬ বছর পর বিবাহ বিচ্ছেদ হয়। তাঁদের একমাত্র সন্তান প্রখ্যাত গায়ক অমিত কুমার।
১৯৬০-এ রুমা বিয়ে করেন অরূপ গুহঠাকুরতাকে। তাঁদের সন্তান অয়ন গুহঠাকুরতা ও গায়িকা শ্রমণা গুহঠাকুরতা। এর মধ্যে ১৯৫৮-য় রুমা প্রতিষ্ঠা করেন ক্যালকাটা ইউথ কয়্যার। সুঅভিনেত্রী রুমা সত্যজিৎ রায়ের অভিযান ও গণশত্রু ছবিতে অভিনয় করেছেন। তিন কন্যা-র মণিহারা-য় বাজে করুণ সুরে গানটি তাঁর গাওয়া। এছাড়া গঙ্গা, পলাতক, বালিকা বধূ, অ্যান্টনি ফিরিঙ্গি ও আশিতে আসিও না ছবিতে তাঁর অভিনয় দর্শকরা আজও মনে রেখেছেন।
আজই শহরে ফিরছেন অমিত কুমার। সন্ধেয় রুমার অন্ত্যেষ্টি হবে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
হুগলি
খবর
ব্যবসা-বাণিজ্যের
ক্রিকেট
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)