এক্সপ্লোর
Advertisement
পাঠ্যক্রমে মুখ্যমন্ত্রীর ভাবনা, সিলেবাসে আসছে ‘সেফ ড্রাইভ, সেভ লাইফ’
কলকাতা: মুখ্যমন্ত্রীর ভাবনা এবার স্কুলপাঠ্যে। আগামী শিক্ষাবর্ষ থেকে সিলেবাসে আসছে ‘সেফ ড্রাইভ, সেভ লাইফ’। ঘোষণা মধ্যশিক্ষা পর্ষদের। বাংলা ভাষা ও সাহিত্য, পরিবেশ ও বিজ্ঞান এবং শারীর শিক্ষার বইয়ে বিষয়টি অন্তর্ভুক্তির ভাবনা।
মুখবন্ধ তৈরি করে দিয়েছিলেন স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায়। এবার সেটাই কার্যকর করল মধ্যশিক্ষা পর্ষদ। পথ-সচেতনতা বৃদ্ধিতে যেদিন পথে নামলেন মুখ্যমন্ত্রী, সেদিনই মধ্যশিক্ষা পর্ষদের ঘোষণা, আগামী শিক্ষাবর্ষ থেকে স্কুলপাঠে অন্তর্ভুক্ত হচ্ছে ‘সেফ ড্রাইভ, সেভ লাইফ’।
সূত্রের খবর, মুখ্যমন্ত্রীর এই ভাবনা বাস্তবায়িত করতে সিলেবাস কমিটিকে সরকারিভাবে বিষয়টি জানানো হয়। তারই ভিত্তিতে সিদ্ধান্ত হয়, স্কুলপাঠ্যে অন্তর্ভুক্ত হবে মুখ্যমন্ত্রীর ভাবনা। বর্তমানে পথ নিরাপত্তার বিষয়গুলি নানাভাবে রয়েছে স্কুলপাঠ্যে। আগামী বছর থেকে ‘সেফ ড্রাইভ, সেভ লাইফ’ বিষয়টি বিস্তারিতভাবে পাঠ্য হবে অষ্টম শ্রেণি পর্যন্ত। আপাতত পরিকল্পনা, বাংলা ভাষা ও সাহিত্য, পরিবেশ ও বিজ্ঞান এবং শারীর শিক্ষার মতো বিষয়ের সিলেবাসে থাকবে ‘সেফ ড্রাইভ, সেভ লাইফ’।
ইতিমধ্যে রাজ্যে জারি হয়েছে নো হেলমেট-নো পেট্রোল বিধি। এমনকী হেলমেট ছাড়া কেউ অভিভাবকের বাইকে করে স্কুলে এলে, সেই পড়ুয়াকে ঢুকতে দেওয়া হবে না বলে বিজ্ঞপ্তিও জারি করেছে শহরের কয়েকটি ইংরেজিমাধ্যম স্কুল। সেই ধারায় নয়া সংযোজন,পড়ুয়ার পাঠ্য বইয়ে ‘সেফ ড্রাইভ, সেভ লাইফ’।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
বিনোদনের
ব্যবসা-বাণিজ্যের
প্রযুক্তি
Advertisement