এক্সপ্লোর
Advertisement
বারাসাতের স্কুলে রবীন্দ্র সঙ্গীতকে বিকৃত করে প্যারোডি! ভাইরাল ভিডিওর প্রেক্ষিতে পদক্ষেপ কর্তৃপক্ষের
রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের বসন্তোৎসবে কয়েকজন ছাত্র-ছাত্রীর গায়ে-পীঠে অশ্লীল শব্দে কবিগুরুর গান লেখা নিয়ে যখন তোলপাড় রাজ্য, তখনই ভাইরাল হয় বারাসাতের স্কুলের এই ভিডিও।
সমীরণ পাল, বারাসাত: স্কুলের শ্রেণিকক্ষেই রবীন্দ্র সঙ্গীতকে বিকৃত করে প্যারোডি! দোলের ছুটির পর বুধবার স্কুল খুলতেই ভাইরাল ভিডিওর প্রেক্ষিতে পদক্ষেপ কর্তৃপক্ষের। স্কুলের প্রধান শিক্ষক জানিয়েছেন, ‘৪-৫ জন ছাত্রকে চিহ্নিত করা হয়েছে। শিক্ষকদের নিয়ে আলোচনা করেছি। ওদের ডেকে পাঠিয়ে জানতে চাওয়া হবে। কারা ভিডিও ভাইরাল করল তাও খতিয়ে দেখা হবে।’
শনিবারই উত্তর ২৪ পরগনার বারাসাতের একটি স্কুলের এই ভিডিও প্রকাশ্যে আসে। রবীন্দ্রসঙ্গীতকে বিকৃত করে সমালোচনার মুখে পড়ে এই ছাত্ররা। মুহূর্তে ভাইরাল হয় ভিডিওটি। এবিপি আনন্দ এর সত্যতা যাচাই করেনি। বিভিন্ন মহলের দাবি, বিকৃত গানের এই ভিডিও শ্যুট করা হয়েছে বারাসাতের এক নামী বাংলা মাধ্যম স্কুলের শ্রেণিকক্ষেই। অভিযুক্ত একাদশ শ্রেণির কয়েকজন ছাত্র।
রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের বসন্তোৎসবে কয়েকজন ছাত্র-ছাত্রীর গায়ে-পীঠে অশ্লীল শব্দে কবিগুরুর গান লেখা নিয়ে যখন তোলপাড় রাজ্য, তখনই ভাইরাল হয় বারাসাতের স্কুলের এই ভিডিও। বিষয়টি নিয়ে প্রধান শিক্ষকের কাছে অভিযোগ জানান স্কুলের প্রাক্তনীরা। এবার তা নিয়ে পদক্ষেপ করল স্কুল কর্তৃপক্ষ।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
খবর
ব্যবসা-বাণিজ্যের
Advertisement