![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Siliguri: কোভিড বিধি উড়িয়ে পার্টির আয়োজন, বার-কাম-রেস্তোরাঁ থেকে গ্রেফতার ১০
পুলিশের দাবি, প্রধাননগর থানা এলাকার ৩১ নম্বর জাতীয় সড়কের ধারে ওই বার-কাম-রেস্তোরাঁ নির্দিষ্ট সময়ের পরেও খোলা ছিল
![Siliguri: কোভিড বিধি উড়িয়ে পার্টির আয়োজন, বার-কাম-রেস্তোরাঁ থেকে গ্রেফতার ১০ Siliguri Police arrested 10 people, including a bar-cum-restaurant worker, for organizing a party Siliguri: কোভিড বিধি উড়িয়ে পার্টির আয়োজন, বার-কাম-রেস্তোরাঁ থেকে গ্রেফতার ১০](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/07/25/966e6edabd41fa2953cca7e00f172056_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
সনৎ ঝা, শিলিগুড়ি: শিলিগুড়িতে সময়বিধি ও কোভিড বিধি অমান্য করে পার্টির আয়োজন করায় বার-কাম-রেস্তোরাঁর এক কর্মী-সহ ১০ জনকে গ্রেফতার করে পুলিশ। পুলিশের দাবি, প্রধাননগর থানা এলাকার ৩১ নম্বর জাতীয় সড়কের ধারে ওই বার-কাম-রেস্তোরাঁ নির্দিষ্ট সময়ের পরেও খোলা ছিল। কোভিড প্রোটোকলও মানা হয়নি বলে অভিযোগ।
পুলিশ সূত্রে খবর, গতকাল রাত সাড়ে ৯টা নাগাদ বার-কাম-রেস্তোরাঁয় তল্লাশি চালায় পুলিশ। ৩১ নম্বর জাতীয় সড়কের ধারে ওই বার-কাম-রেস্তোরাঁ প্রধাননগর থানা অঞ্চলের। অভিযোগ, কোভিড বিধি উড়িয়েই নির্দিষ্ট সময়ের পরেও খাবার, মদ সরবরাহ করা হয়। বিপর্যয় মোকাবিলা আইনে বার-কাম-রেস্তোরাঁর মালিক সহ ১০ জনের বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত হয়ে অভিযোগ দায়ের করেছে প্রধাননগর থানার পুলিশ।
সরকারি বিধিনিষেধ তোয়াক্কা না করে, পার্ক হোটেলে উদ্দাম পার্টি করার অভিযোগ ঘিরে চরম আলোড়ন তৈরি হয়েছে। কিন্তু তাতে পরিস্থিতি বদল হচ্ছে কি না সেই প্রশ্ন থেকেই যাচ্ছে। নিয়ম ভঙ্গের অভ্যাস যেন থামছেই না। কখনও শহরে, কখনও বা জেলায়। কোভিড বিধিকে উড়িয়ে অব্যাহত পার্টি। এদিকে গতকাল উইক এন্ডের রাতে কোভিড বিধি অগ্রাহ্য করে পার্ক স্ট্রিটের রাস্তায় গাড়ি দাঁড় করিয়ে হুল্লোড়ের ছবি সামনে এসেছে। কেউ বেরিয়েছেন জয় রাইডে, কেউ বা পার্টি করে ফিরছেন। এভাবে কোভিড বিধি উপেক্ষা করায় গতকাল পার্ক স্ট্রিট থানা এলাকায় ১০০টি মামলা রুজু করেছে সাউথ ট্রাফিক গার্ড। সবকটি অভিযোগ পার্ক স্ট্রিট থানায় জানানো হয়েছে। পুলিশ সূত্রে খবর, পার্ক হোটেলকাণ্ডের পর কলকাতা পুলিশের সাউথ ডিভিশনে প্রতি শুক্র ও শনিবার বিশেষ অভিযান চালানো হচ্ছে। গতকাল কলকাতা পুলিশের বিভিন্ন ট্রাফিক গার্ড গোটা শহরে কোভিড বিধিভঙ্গের ঘটনায় ৮৩০টি মামলা রুজু করেছে।
উল্লেখ্য, গত ১০ জুলাই করোনা-বিধি উড়িয়ে মধ্যরাতে পার্কস্ট্রিটের পাঁচতারা হোটেলে স্যাটার্ডে নাইট পার্টি। বাধা দেওয়ায় পুলিশের ওপর চড়াও হওয়ার অভিযোগ। গ্রেফতার করা হয় ৩৭ জনকে। বাজেয়াপ্ত করা হয়,মার্সিডিজ-সহ ২টি বিলাসবহুল গাড়ি। বিদেশি মদের বোতল ও গাঁজা। ওই একইদিনে হোটেল হিন্দুস্তান ইন্টারন্যাশনালেও কোভিড বিধি উড়িয়ে পার্টির আয়োজন করা হয়।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)