এক্সপ্লোর
লঘু পাপে গুরু দণ্ড! না বলে মেলায় যাওয়ায় ঘুমন্ত ছেলেকে কুপিয়ে খুন বাবার

মালবাজার: না বলে মেলায় যাওয়ার মাসুল। ঘুমন্ত ছেলেকে কুপিয়ে খুনের অভিযোগ বাবার বিরুদ্ধে! জলপাইগুড়ির মালবাজারের ঘটনা। অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। ১২ বছরের ছেলেটার অপরাধ ছিল, বাবাকে না বলে মেলায় যাওয়া। আর সেই অপরাধেই....নিজের সন্তানকে খুনের অভিযোগ উঠল বাবার বিরুদ্ধে!ঘটনাস্থল জলপাইগুড়ির মালবাজারের যোগেশচন্দ্র চা বাগান। পরিবার সূত্রে খবর, মঙ্গলবার রাতে দিদির সঙ্গে মেলায় গিয়েছিল, ১২ বছরের সুশান্ত ওঁরাও। বাড়ি ফিরতে রাত ৩টে বেজে যায়। বুধবার সকালে উঠে বিষয়টি জানতে পারেন বাবা মিণ্টু ওঁরাও। তখনও ঘুম ভাঙেনি সুশান্তর। অভিযোগ, ঘুমন্ত ছেলের ওপর কুড়ুল নিয়ে চড়াও হন মিণ্টু। এলোপাথারি কোপানো হয় ১২ বছরের সুশান্তকে। ঘটনাস্থলেই মৃত্যু হয় সুশান্ত ওঁরাওয়ের। ঘটনায় নিজের স্বামীর বিরুদ্ধে ছেলেকে খুনের অভিযোগ দায়ের করেছেন স্ত্রী। অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। সংবাদমাধ্যমের সামনে অপরাধ কবুলও করেছেন ধৃত। পুলিশ সূত্রে খবর, কয়েক বছর আগে নিজের দাদাকেও খুনের চেষ্টার অভিযোগ ওঠে মিণ্টুর বিরুদ্ধে। জেলও খাটেন তিনি। এবার নিজের সন্তানকে খুনের অভিযোগ। খুনের মামলা রুজু করে তদন্তে নেমেছে পুলিশ।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















