এক্সপ্লোর
Sourav Ganguly-Amit Shah Meeting: রাজনীতিতে আসছেন সৌরভ? জল্পনার মধ্যেই দিল্লিতে সাক্ষাৎ অমিত শাহের সঙ্গে
তাঁকে বিজেপির মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসেবে তুলে ধরা হবে কিনা জানতে চাইলে তিনি বলেন, আগে তো দলে যোগ দিতে হবে, যোগ দিয়ে আগে তো কাজ করতে হবে।
![Sourav Ganguly-Amit Shah Meeting: রাজনীতিতে আসছেন সৌরভ? জল্পনার মধ্যেই দিল্লিতে সাক্ষাৎ অমিত শাহের সঙ্গে Sourav Ganguly Amit Shah Meeting Arun Jaitley's statue unveiled 68th birth anniversary Sourav Ganguly Joining BJP Speculations Sourav Ganguly-Amit Shah Meeting: রাজনীতিতে আসছেন সৌরভ? জল্পনার মধ্যেই দিল্লিতে সাক্ষাৎ অমিত শাহের সঙ্গে](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2020/12/28203803/a-s.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
নয়াদিল্লি: বেশ কিছুদিন ধরে বিজেপি চেষ্টা করছে সৌরভ গঙ্গোপাধ্যায়কে দলে টানার। এর মধ্যে গতকাল সৌরভ রাজভবনে গিয়ে দেখা করেছেন রাজ্যপাল জগদীপ ধনখড়ের সঙ্গে। আর আজ তাঁর সঙ্গে দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সাক্ষাৎ হয়েছে বলে খবর। এ নিয়ে শুরু হয়েছে জোরদার জল্পনা।
আজ দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে প্রয়াত জেটলির মূর্তি উন্মোচন উপলক্ষ্যে হাজির হন বিসিসিআই সভাপতি সৌরভ। ছিলেন বিজেপি সাংসদ ও জাতীয় দলের প্রাক্তন ক্রিকেটার গৌতম গম্ভীর। এছাড়া ছিলেন শিখর ধবন, সুরেশ রায়নারা। মূর্তির উন্মোচন করেন অমিত শাহ। তিনি বলেন, আমি এই অনুষ্ঠানে আসব কি না ভাবছিলাম। কিন্তু যখন দেখলাম সৌরভ এসেছেন, গম্ভীর এসেছেন তখন আসার লোভ সংবরণ করতে পারলাম না।
সৌরভ অবশ্য এ নিয়ে উচ্চবাচ্য করেননি। গতকাল রাজভবনে গিয়ে রাজ্যপাল জগদীপ ধনখড়ের সঙ্গে দেখা করেন তিনি। আজ দিল্লির বিমান ধরার সময় তিনি বা তাঁর পরিবারের কেউ রাজনীতিতে আসছেন কিনা জিজ্ঞেস করা হলে তিনি বলেন, রাজ্যপাল দেখা করতে চাইলে যেতেই হয়।
If the Governor wants to meet you, you have to meet him. So let us keep it like that: BCCI President Sourav Ganguly on being asked if he or anyone from his family would join BJP pic.twitter.com/C6VKs4mbX2
— ANI (@ANI) December 28, 2020
সৌরভকে নিয়ে প্রশ্ন করা হলে রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ অবশ্য বলেছেন, সফল মানুষদের রাজনীতিতে আসা উচিত। তাঁকে বিজেপির মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসেবে তুলে ধরা হবে কিনা জানতে চাইলে তিনি বলেন, আগে তো দলে যোগ দিতে হবে, যোগ দিয়ে আগে তো কাজ করতে হবে।
আগামী এপ্রিল-মে-তে বিধানসভা ভোট। তার আগে সৌরভের রাজনীতিতে যোগদানের সম্ভাবনা নিয়ে বাংলার রাজনৈতিক আঙিনা এক্কেবারে জমজমাট।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
হুগলি
খবর
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)