এক্সপ্লোর
ব্রডকাস্ট গ্রুপ ‘সহেলি’, মহিলাযাত্রীদের নিরাপত্তা বাড়াতে নতুন ব্যবস্থা দক্ষিণ-পূর্ব রেলে
ভারতীয় রেলে মহিলা যাত্রীদের সুরক্ষায় নতুন উদ্যোগ।দক্ষিণ-পূর্ব রেলে চালু হল ‘সহেলি’।এটি একটি ব্রডকাস্ট গ্রুপ। দুরপাল্লার ট্রেনে ওঠার পর আরপিএফের মহিলা কর্মীরা মহিলা যাত্রীদের একাংশের থেকে ফোন নম্বর সংগ্রহ করবেন।
![ব্রডকাস্ট গ্রুপ ‘সহেলি’, মহিলাযাত্রীদের নিরাপত্তা বাড়াতে নতুন ব্যবস্থা দক্ষিণ-পূর্ব রেলে South-Eastern Railway introduces Saheli broadcast group to increase safety of women passengers ব্রডকাস্ট গ্রুপ ‘সহেলি’, মহিলাযাত্রীদের নিরাপত্তা বাড়াতে নতুন ব্যবস্থা দক্ষিণ-পূর্ব রেলে](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2020/09/29023139/rail-my-saheli.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
অরিত্রিক ভট্টাচার্য, কলকাতা: ভারতীয় রেলে মহিলা যাত্রীদের সুরক্ষায় নতুন উদ্যোগ।দক্ষিণ-পূর্ব রেলে চালু হল ‘সহেলি’।
এটি একটি ব্রডকাস্ট গ্রুপ। দুরপাল্লার ট্রেনে ওঠার পর আরপিএফের মহিলা কর্মীরা মহিলা যাত্রীদের একাংশের থেকে ফোন নম্বর সংগ্রহ করবেন।যাত্রীদের ফোন নম্বর এবং আরপিএফের মহিলা কর্মীদের নম্বর নিয়ে তৈরি করা হবে এই ব্রকাস্ট গ্রুপ। মহিলা যাত্রীদের নম্বরের নিরাপত্তার বিষয়টি নজরে রেখেই তৈরি হবে এই গ্রুপটি।
এই গ্রুপেরই পোশাকি নাম ‘সহেলি’।ট্রেন যাত্রার শুরু থেকে শেষ পর্যন্ত, এই গ্রুপের মাধ্যমে মহিলা যাত্রীদের সঙ্গে যোগাযোগ রাখবেন আরপিএফের মহিলা কর্মীরা।বিপদে পড়লে বা কোনওরকম প্রয়োজনে পড়লে আরপিএফের সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারবেন মহিলা যাত্রীরা।
দক্ষিণ-পূর্ব রেলের মুখ্য নিরাপত্তা আধিকারিক দেবেন্দ্র কাসর বলেছেন, হেল্প লাইন রয়েছে। কিন্তু এটা বেশি ইন্টারঅ্যাকটিভ। ফলে বিষয়টি আরও সহজ হবে।
দক্ষিণ-পূর্ব রেল সূত্রে জানা গেছে, তিনটে ট্রেনে পরীক্ষামূলকভাবে এই গ্রুপ চালু করা হয়। বর্তমানে শুধুমাত্র স্পেশাল ট্রেনগুলিতেই এই গ্রুপ চালু হচ্ছে। পরবর্তীকালে রেল পরিষেবা স্বাভাবিক হলে, তখন আরও বেশি ট্রেনে মহিলা যাত্রীদের নিরাপত্তার জন্য এই ব্রডকাস্ট গ্রুপ চালু করা হবে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
খবর
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)