এক্সপ্লোর
Advertisement
৩ বছর পর আজ যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন, এই প্রথম কেন্দ্রীয় প্যানেলে প্রার্থী দিয়েছে এবিভিপি, গণনা কাল
প্রায় ৩ বছর পর আজ যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন। এবারই প্রথম কেন্দ্রীয় প্যানেলে প্রার্থী দিয়েছে এবিভিপি। আজ ইঞ্জিনিয়ারিং, বিজ্ঞান ও কলা বিভাগের ৩টি ছাত্র সংসদেই ভোটগ্রহণ হবে। আগামীকাল ভোট গণনা।
কলকাতা: প্রায় ৩ বছর পর আজ যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন। এবারই প্রথম কেন্দ্রীয় প্যানেলে প্রার্থী দিয়েছে এবিভিপি। আজ ইঞ্জিনিয়ারিং, বিজ্ঞান ও কলা বিভাগের ৩টি ছাত্র সংসদেই ভোটগ্রহণ হবে। আগামীকাল ভোট গণনা। ভোটের আগে শান্তি বজায় রাখার আবেদন জানিয়েছেন উপাচার্য সুরঞ্জন দাস।
ছাত্র সংসদের কেন্দ্রীয় প্যানেলের ১৩ টি আসনের মধ্যে ৯ টিতে প্রার্থী দিয়েছে এবিভিপি। আরএসএস-পন্থী ছাত্র সংগঠন এবিভিপি কেন্দ্রীয় প্যানেলে এসএফআই ও অন্য কয়েকটি ছাত্র সংগঠনের চেয়ে বেশি আসনে প্রার্থী দিয়েছে।
২০১৭-তে ছাত্র ভোট ঘিরে রাজ্যের বিভিন্ন ক্যাম্পাসে হিংসার পরিপ্রেক্ষিতে শিক্ষা বিভাগ ছাত্র সংসদ বন্ধ করেছিল এবং এর পরিবর্তে অ-রাজনৈতিক ছাত্র পরিষদ গঠনের প্রস্তাব রেখেছিল। কিন্তু গত তিন বছর ধরে পড়ুয়াদের প্রতিবাদের পরিপ্রেক্ষিতে সংসদ নির্বাচন ফের চালু হয়েছে।
এবিভিপি ছাড়াও যাদবপুরে লড়াই করছে এসএফআই, আইসা, তৃণমূল ছাত্র পরিষদ, এআইডিএসও -এর মতো সংগঠনগুলি। এছাড়াও রয়েছে বেশ কয়েকটি নির্দল ছাত্র সংগঠন।
কলা বিভাগের চারটি আসন ও ইঞ্জিনিয়ারিং বিভাগের পাঁচ আসনের প্রত্যেকটিতেই প্রার্থী দিয়েছে এবিভিপি। তবে বিজ্ঞান বিভাগের চার আসনে তাদের কোনও প্রার্থী নেই। ২০১৭-তে এবিভিপি ইঞ্জিনিয়ারিং বিভাগে কয়েকটি আসনে প্রার্থী দিয়েছিল। তবে এই প্রার্থীরা এবিভিপি-র নয়, অন্য ব্যানারে লড়াই করেছিলেন।
২০১৭-র নির্বাচনে এসএফআই কলা বিভাগ এবং নির্দল সংগঠনগুলি বিজ্ঞান ও ইঞ্জিনিয়ারিং বিভাগে জয়ী হয়েছিল।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
জেলার
Advertisement