Subrata Mukherjee Death News LIVE: চোখের জলে, গান স্যালুটে পঞ্চায়েতমন্ত্রীকে চিরবিদায়
Subrata Mukherjee Death News LIVE: উৎসবের রাতে নেমে এল অন্ধকার। এসএসকেএমে সুব্রত মুখোপাধ্যায়ের মৃত্যু। আজ রাজ্য সরকারি দফতরে অর্ধনমিত থাকবে জাতীয় পতাকা।
LIVE
Background
কলকাতা : আলোর উত্সবের রাতেই বাংলার রাজনীতিতে অন্ধকার। প্রয়াত সুব্রত মুখোপাধ্যায়। গতকাল রাত ৯টা ২২-এ এসএসকেএম হাসপাতালে তাঁর মৃত্যু হয়। রাতে পার্ক সার্কাসের পিস ওয়াল্ডে রাখা হয় সুব্রত মুখোপাধ্যায়ের মৃতদেহ। আজ সকাল ১০টা নাগাদ সেখান থেকে দেহ নিয়ে যাওয়া হবে রবীন্দ্র সদনে। সকাল ১০টা থেকে দুপুর ২টো, রবীন্দ্রসদনে শ্রদ্ধা জানানোর জন্য রাখা থাকবে মরদেহ। দুপুর ২টোয় রবীন্দ্রসদন থেকে গন্তব্য বিধানসভা। প্রয়াত নেতার মৃতদেহ বিধানসভা থেকে নিয়ে যাওয়া হবে বালিগঞ্জের বাড়িতে। এরপর কেওড়াতলা শ্মশানে হবে শেষকৃত্য।
Subrata Mukherjee Death News LIVE : চোখের জলে, গান স্যালুটে পঞ্চায়েতমন্ত্রীকে চিরবিদায়
বঙ্গ রাজনীতিতে ৫ দশকের বর্ণময় জীবনের অবসান। চোখের জলে, গান স্যালুটে পঞ্চায়েতমন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়কে চিরবিদায়। কেওড়াতলা শ্মশানে শেষশ্রদ্ধা জানালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। পিস ওয়ার্ল্ড থেকে এদিন সকালে সুব্রত মুখোপাধ্যায়ের মরদেহ আনা হয় রবীন্দ্রসদনে।
Subrata Mukherjee Death News LIVE : শেষ যাত্রায় সামিল সুব্রত অনুরাগীরা
শেষ যাত্রায় সামিল সুব্রত অনুরাগীরা
Subrata Mukherjee Death News Live: কেওড়াতলায় সুব্রত মুখোপাধ্য়ায়কে দেওয়া হচ্ছে গান স্যালুট
কেওড়াতলায় নিয়ে যাওয়া হল সুব্রত মুখোপাধ্য়ায়ের মরদেহ। সেখানে তাঁকে শেষশ্রদ্ধা জানানো হচ্ছে। দেওয়া হচ্ছে গান স্যালুট।
Subrata Mukherjee Death News Live: শেষযাত্রায় সুব্রত, কেওড়াতলায় রয়েছেন অভিষেক
শেষযাত্রায় সুব্রত মুখোপাধ্যায়। মরদেহ নিয়ে যাওয়া হচ্ছে কেওড়াতলায়। সেখানে রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
Subrata Mukherjee Death News LIVE : শেষ বিদায়, শেষকৃত্যের জন্য নিয়ে যাওয়া হচ্ছে বর্ষীয়ান রাজনীতিবিদ সুব্রত মুখোপাধ্যায়ের দেহ
সকাল ১০টা থেকে চার ঘণ্টা রবীন্দ্রসদনে শায়িত রাখার পর প্রয়াত সুব্রত মুখোপাধ্যায়ের মরদেহ নিয়ে যাওয়া হল বিধানসভা ভবনে। সকাল থেকে প্রয়াত পঞ্চায়েতমন্ত্রীকে দেখতে উপচে পড়ে ভিড়। ভিড়ে সামিল ছিলেন রাজনীতিক থেকে সাধারণ মানুষ। ঘুরে যান সুব্রত ভট্টাচার্যর মতো প্রাক্তন ক্রীড়াবিদরা। এসেছিলেন সুব্রতর সঙ্গে অভিনয় করা চিত্রতারকা মুনমুন সেনও। শ্রদ্ধা জানিয়ে যান রাজ চক্রবর্তী, জুন মালিয়া, সায়ন্তিকারাও। এরপর বিধানসভায় রাজ্যের পঞ্চায়েতমন্ত্রীকে শেষশ্রদ্ধা জানান রাজ্যপাল, বিধানসভার অধ্যক্ষ, শাসক ও বিরোধী দলের নেতারা। তারপর সেখান থেকে দেহ নিয়ে যাওয়া হয় বালিগঞ্জের বাড়িতে। কেওড়াতলা শ্মশানে হবে শেষকৃত্য।