‘বিশ্বভারতীতে সিএএ-র সমর্থনে সভা করতে গিয়ে পড়ুয়াদের হাতে ঘেরাও বিজেপি সাংসদ স্বপন দাশগুপ্ত, ‘নৈরাজ্য আর আইনশৃঙ্খলার অবনতি’ ট্যুইট রাজ্যপালের
আজ সংশোধিত নাগরিকত্ব আইনের সমর্থনে বিতর্ক সভার আয়োজন করা হয়েছিল বিশ্বভারতীর লিপিকা প্রেক্ষাগৃহে। সভার প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখার কথা ছিল বিজেপির রাজ্যসভার সাংসদ স্বপন দাশগুপ্তের। এই সভাকে কেন্দ্র করেই আজ উত্তপ্ত হয়ে ওঠে বিশ্বভারতীর ক্যাম্পাস।
বিজেপি সাংসদকে ঘেরাওয়ের ঘটনার নিন্দা করে রাজ্যপাল জগদীপ ধনকড় ট্যুইট করেন। তিনি লিখেছেন, ‘রাজ্যসভার সাংসদ স্বপন দাশগুপ্ত এবং বিশ্বভারতীর উপাচার্যকে কয়েকঘণ্টা ধরে আটকে রাখা হয়েছে। রাজ্য পুলিশের ডিজি বীরেন্দ্র কুমারের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় পদক্ষেপ করার জন্য অনুরোধ করেছি। এমন নৈরাজ্য আর আইনশৃঙ্খলার অবনতি, সত্যিই দুশ্চিন্তার।’ অন্য একটি ট্যুইটে রাজ্যপাল লেখেন, ‘রাজ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতির যে অবনতি হয়েছে, তা এই ঘটনাতেই বোঝা যাচ্ছে। উদ্বেগের বিষয়। সরকারের উচিত গুরুত্ব দিয়ে দেখা।’There are nearly 70 people locked inside a room in Vishwa Bharati, Santiniketan, for the crime of attending an official, university-convened lecture by me on CAA. This includes the VC. There is a howling mob outside itching for confrontation. pic.twitter.com/3eLBHPdIHT
— Swapan Dasgupta (@swapan55) January 8, 2020
Talked to DG Police Virendra Kumar about serious situation of confinement of Rajya Sabha MP Dr. Swapan Dasgupta along with VC Viswa Bharati and many others for several hours, and urged him to take swiftly necessary steps. Such anarchy and failure of law and order is worrisome.
— Jagdeep Dhankhar (@jdhankhar1) January 8, 2020
বিকেল ৪টে থেকে রাত ৯টা। ৫ ঘণ্টা ঘেরাওয়ের পর, আন্দোলন প্রত্যাহার করেন বিশ্বভারতীর বিক্ষোভকারী পড়ুয়ারা। ঘেরাওমুক্ত হন বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী, এবং সাংসদ স্বপন দাশগুপ্ত-সহ বিজেপি নেতারা। বিক্ষোভের মুখে জেলাশাসকের গাড়িও আটকেছিলেন ছাত্র-ছাত্রীরা!The incident is reflective of worsening situation of law and order in the State. It is of serious concern that Governance is taking a back seat. Time to take a serious look at this.
— Jagdeep Dhankhar (@jdhankhar1) January 8, 2020
গত ১৯ সেপ্টেম্বর যাদবপুর বিশ্ববিদ্যালয়ে, আরএসএস-এর ছাত্রশাখা এবিভিপি-র অনুষ্ঠানে গিয়ে দীর্ঘক্ষণ পড়ুয়াদের হাতে ঘেরাও হয়ে ছিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বাবুল সুপ্রিয়। বিশ্বভারতীতে কার্যত একই অভিজ্ঞতা হল বিজেপির রাজ্যসভার সাংসদ স্বপন দাশগুপ্তর।#UPDATE West Bengal: Rajya Sabha MP Swapan Dasgupta has now left the Visva Bharati University premises after students affiliated to Left student organisations withdrew their protest pic.twitter.com/ZaaORbJwul
— ANI (@ANI) January 8, 2020