Tamluk Bombing: তমলুকে তৃণমূল নেতার বাড়ির সামনে বোমাবাজির, চাঞ্চল্য এলাকায়
বুধবার রাত তখন ১১টা ২৪। রাস্তায় একসঙ্গে ঘোরাঘুরি করছে দুই ব্যক্তি। তাদের একজন যে পথে এসেছিল, সেই পথেই ফিরে গেল। আরেকজন নিঃশব্দে একটি থলে হাতে নিয়ে এগিয়ে এল।
বিটন চক্রবর্তী, পূর্ব মেদিনীপুর: তমলুক (Tamluk) পুরসভার প্রশাসকমণ্ডলীর ভাইস চেয়ারম্যানের বাড়ির সামনে বোমাবাজি। বিজেপিকে দুষল তৃণমূল (TMC)। পাল্টা গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ এনেছে গেরুয়া শিবির (BJP)।
বুধবার রাত তখন ১১টা ২৪। রাস্তায় একসঙ্গে ঘোরাঘুরি করছে দুই ব্যক্তি। তাদের একজন যে পথে এসেছিল, সেই পথেই ফিরে গেল। আরেকজন নিঃশব্দে একটি থলে হাতে নিয়ে এগিয়ে এল।
বোমা ছুড়েই পালাল সে। মুহূর্তের মধ্যে ধোঁয়ায় ঢেকে যায় এলাকা। ঘটনাকে কেন্দ্র করে আতঙ্ক ছড়িয়েছে পূর্ব মেদিনীপুরের তমলুকের ১১ নম্বর ওয়ার্ডে। তমলুক পুরসভার প্রশাসকমণ্ডলীর ভাইস চেয়ারম্যানের অভিযোগ, তাঁদের বাড়ির নীচে যে দোকান রয়েছে, ঠিক তার সামনে বোমা ছোড়া হয়েছে।
পরিবারের তরফে যে সিসি ক্যামেরার ফুটেজ দেওয়া হয়েছে, তাতেই দেখা যাচ্ছে এই ঘটনা। তমলুক পুরসভার প্রশাসকমণ্ডলীর ভাইস চেয়ারপার্সন চিত্তরঞ্জন মাইতির কথায়, প্রথমে ভেবেছিলাম বিয়েবাড়ি আতশবাজি ফাটাচ্ছে। অথবা গাড়ির টায়ার ফেটেছে হয়তো। সকালে উঠে দেখি দোকানের সামনে বিস্ফোরণ হয়েছে। তমলুক থানায় খবর দিই।
চিত্তরঞ্জন মাইতি তমলুক পুরসভার প্রশাসকমণ্ডলীর ভাইস চেয়ারম্যান। স্ত্রী এলাকার তৃণমূল নেত্রী। দম্পতির ছেলে যুব তৃণমূলের রাজ্য সহ-সভাপতি । তাঁদের বাড়ির সামনে বিস্ফোরণের খবর পেয়ে বৃহস্পতিবার সকালে ঘটনাস্থল ঘুরে দেখেন তমলুক পুরসভার প্রশাসক ও শহর তৃণমূল সভাপতি।
তমলুক শহরের তৃণমূল কংগ্রেস সভাপতি চঞ্চল কুমার খাঁড়া জানিয়েছেন বিজেপি ত্রিপুরায় যা করছে এখানেও তার পুনরাবৃত্তি। একই রকম ভাবে অশান্তি পাকানোর চেষ্টা।
বিজেপির তমলুক সাংগঠনিক জেলা সভাপতি নবারুণ নায়েক জানান, তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব থেকেই বোমাবাজি। তমলুক শহরে ওদের ৩-৪টে গোষ্ঠী।ওদের অন্তর্দ্বন্দ্বের ফল। পুরভোট জল্পনার মধ্যে পুরনেতার বাড়ির সামনে বিস্ফোরণ ঘিরে তরজা চলছে।
আরও পড়ুন: North 24 Pargana: দেগঙ্গায় গাছে বেঁধে বেধড়ক মার মোবাইল চোর যুবককে
আরও পড়ুন: মামারবাড়িতে বেড়াতে এসে নিখোঁজ কিশোর, পুলিশের ভূমিকায় প্রশ্ন পরিবারের