Cancer Hospital in Bengal: টাটা মেমোরিয়ালের সঙ্গে যৌথভাবে রাজ্যে ক্যান্সার হাসপাতাল তৈরির ঘোষণা মমতার
টাটা মেমোরিয়ালের সঙ্গে হাত মিলিয়ে এসএসকেএমে ক্যান্সার হাসপাতাল তৈরি হবে। উত্তরবঙ্গেও একটি ক্যান্সার হাসপাতাল তৈরি করা হবে বলেও জানান মুখ্যমন্ত্রী।
![Cancer Hospital in Bengal: টাটা মেমোরিয়ালের সঙ্গে যৌথভাবে রাজ্যে ক্যান্সার হাসপাতাল তৈরির ঘোষণা মমতার Tata Memorial and WB Government initiative for two cancer hospital, know in details Cancer Hospital in Bengal: টাটা মেমোরিয়ালের সঙ্গে যৌথভাবে রাজ্যে ক্যান্সার হাসপাতাল তৈরির ঘোষণা মমতার](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/06/14/42c1df7ec35d9a7d5e1a706640e737a9_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
কলকাতা: টাটা মেমোরিয়ালের সঙ্গে হাত মিলিয়ে রাজ্যে তৈরি হচ্ছে ক্যান্সার হাসপাতাল। ২টি ক্যান্সার হাসপাতাল তৈরি হচ্ছে বলে জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন নবান্নে সাংবাদিক বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের ক্যান্সার আক্রান্তের ২৫ শতাংশ মুম্বইয়ে চিকিৎসার জন্য যায়। টাটা মেমোরিয়ালের সঙ্গে হাত মিলিয়ে এসএসকেএমে ক্যান্সার হাসপাতাল তৈরি হবে। উত্তরবঙ্গেও একটি ক্যান্সার হাসপাতাল তৈরি করা হবে বলেও জানান মুখ্যমন্ত্রী।
প্রতি বছর বহু মানুষ ক্যান্সারের চিকিৎসা করাতে যান মুম্বইয়ের টাটা মেমোরিয়ালে। তাতে ডাক্তার দেখানোর তারিখ পেতে অপেক্ষা করতে হয়। সমস্যা হয় থাকা, খাওয়া দাওয়ার ক্ষেত্রেও। এই নিয়ে এদিন নবান্নে সাংবাদিক বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “বাংলার মোট ক্যানসার রোগীর ২৫ শতাংশই মুম্বইয়ের টাটা ক্যানসার হাসপাতালে চিকিৎসা করাতে যান। টাটা সেন্টারের যে হাসপাতাল রয়েছে সেখানে চিকিৎসা করান। কিন্তু ওখানে থাকা, খাওয়া, যোগাযোগের ক্ষেত্রে ভীষণ অসুবিধার মধ্যে পড়তে হয়। এমনকী ডাক্তার দেখানোর ডেট পেতেও ভীষণ অসুবিধা হয়। মানুষ সমস্যায় পড়েন। এই সব কথা চিন্তা করার পরে আমরা টাটা মেমোরিয়ালের সঙ্গে যোগাযোগ করেছিলাম। টাটা মেমোরিয়াল এবং বাংলার সরকার একসঙ্গে মু্ম্বইতে যে রকম টাটার হাসপাতাল রয়েছে তেমনই আরও দু’টি ক্যানসার হাসপাতাল রাজ্যে তৈরি করা হবে। একটি এসএসকেএম হাসপাতালে, অন্যটি উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে।“ একইসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “এই হাসপাতাল হলে বাংলার মানুষদের আর বাইরে যাওয়ার প্রয়োজন হবে না। এখানেই তাঁরা ক্যান্সারের চিকিৎসা করাতে পারবেন। এতে তাতে সুবিধা হবে।“
উল্লেখ্য, এদিন ওই সাংবাদিক বৈঠকেই স্টুডেন্ট কার্ড প্রকল্পের আনুষ্ঠানিক সূচনা করেন মুখ্যমন্ত্রী। গত সপ্তাহে স্টুডেন্টস ক্রেডিট কার্ড প্রকল্পকে ছাড়পত্র দেয় মমতা বন্দ্যোপাধ্য়ায়ের নেতৃত্বাধীন মন্ত্রিসভা। আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, স্টুডেন্টস ক্রেডিট কার্ডে ১০ লক্ষ পর্যন্ত ঋণ পাওয়া যাবে। স্টুডেন্টস ক্রেডিট কার্ডের গ্যারান্টার রাজ্য সরকার। প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশিক্ষণের জন্যেও ছাত্রছাত্রীদের ঋণ দেওয়া হবেও জানান মুখ্যমন্ত্রী। এছাড়াও কোর্স ফি, টিউশন ফি, কম্পিউটার, ল্যাপটপের জন্যেও ঋণ পাওয়া যাবে। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ৪০ বছর বয়স পর্যন্ত ছাত্রছাত্রীরা এই ঋণের সুবিধে পাবেন।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)