Khardaha News: 'খড়দায় TMCP কর্মী খুনের সঙ্গে তৃণমূল যোগ নেই..', বিস্ফোরক সৌগত !
Sougata On Khardaha Murder Case: খড়দায় টিএমসিপি কর্মী খুনে বিস্ফোরক সৌগত রায়, কী বললেন ?

উত্তর ২৪ পরগনা: খড়দায় টিএমসিপি কর্মী খুনে বিস্ফোরক সৌগত রায়। তিনি বলেন, 'খড়দা-টিটাগড় বেল্টে সমাজবিরোধীদের উত্থান। মণীশ শুক্লার খুনের সময় থেকেই সমাজবিরোধীদের উত্থান। পুলিশের গোটা বিষয়টা ভাল করে দেখা উচিত। খড়দায় টিএমসিপি কর্মী খুনের সঙ্গে তৃণমূল যোগ নেই।'
রং খেলার নামে ডেকে , খড়দায় তৃণমূল কাউন্সিলর ঘনিষ্ঠকে কুপিয়ে খুনের অভিযোগ! হোলির দিন খড়দায় টিএমসিপি কর্মীকে কুপিয়ে খুনের অভিযোগ উঠেছে। দোল খেলার সময় সংঘর্ষ, নিহত অমর চৌধুরী। জয়শ্রী কেমিক্যালসের সামনে ওই টিএমসিপি কর্মীকে খুন করা হয়েছে বলে অভিযোগ। আর জি কর মেডিক্যালে আনার পরে যুবকের মৃত্যু। বেলঘরিয়ায় শ্যুটআউটের পর এবার খড়দায় খুন। সূত্র মারফৎ খবর, পুরনো বিবাদের জেরে ডেকে টিএমসিপি কর্মীকে খুনের অভিযোগ উঠেছে।
দোলের দিন ফের অশান্ত হয়ে উঠল উত্তর ২৪ পরগনার খড়দা। তৃণমূল ছাত্র পরিষদের নেতা অমর ওরফে আকাশ চৌধুরীকে রাস্তায় কুপিয়ে খুন করল দুষ্কৃতীরা। নিহতের ঘনিষ্ঠ তৃণমূল কাউন্সিলর জানিয়েছেন, বছরের শুরুতে আকাশের অভিযোগের ভিত্তিতে গ্রেফতার হয়েছিল অভিযুক্তরা। সেই রোষেই কি খুন হতে হল ২৪ বছরের ছাত্র নেতাকে? নাকি অন্য কোনও কারণ? খতিয়ে দেখছেন তদন্তকারীরা। ফের উত্তর ২৪ পরগনা...ফের ব্য়ারাকপুর পুলিশ কমিশনারেট এলাকা...ফের খড়দা, ফের খুন!!
তৃণমূল কাউন্সিলরের ঘনিষ্ঠ তৃণমূল ছাত্র পরিষদের নেতাকে রাস্তায় ফেলে কুপিয়ে মারল দুষ্কৃতীরা!! রঙের উৎসবে মিশে গেল রক্তের রং, রাজনীতির রং স্থানীয় সূত্রে খবর, দুপুর আড়াইটে নাগাদ, খড়দার ফকিরঘাট রোডে বাড়ির কাছেই স্থানীয় বাসিন্দাদের সঙ্গে দোল খেলছিলেন অমর ওরফে আকাশ চৌধুরী। তখনই বাইকে করে ১০-১৫ জন যুবক সেখানে আসেন। তাদের সঙ্গে অমরের বচসা বেঁধে যায়। সেখান থেকে চলে যাওয়ার সময় বাইকের পিছনে ধাওয়া করেন অমর। তারপরই পবন রাজভর ও কানাই নামে দুই অভিযুক্ত অস্ত্র বার করে কোপাতে শুরু করে বলে অভিযোগ। রক্তাক্ত অবস্থায় রাস্তায় লুটিয়ে পড়েন তৃণমূল ছাত্র পরিষদের নেতা।
আরও পড়ুন, ' চ্যাংদোলা করে রাস্তায় ফেলব..', শুভেন্দুর পাল্টা এবার সওকত, '২৬-এ জিতে এস..' !
(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
