রাম নবমী: অনুমতি ছাড়া অস্ত্র মিছিল নয়, কড়া মমতা, গদা নিয়ে নামব, পাল্টা দিলীপ

কলকাতা: অনুমতি না দিলে রাম নবমীতে অস্ত্র মিছিল নয়। কড়া নির্দেশ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। গদা নিয়ে নামব রাস্তায়, দেখি কী হয়, চ্যালেঞ্জ দিলীপ ঘোষের। রাম নবমীর দিন যতই এগিয়ে আসছে, ততই বাকযুদ্ধের পারদ চড়ছে তৃণমূল কংগ্রেস ও বিজেপির। গতবছর রামনবমীর মিছিলকে কেন্দ্রকে তুমুল সংঘাত বেঁধেছিল দুই রাজ্যের দুই যুযুধান রাজনৈতিক প্রতিপক্ষের মধ্যে। রামের জন্মদিন এ রাজ্যে কোনওদিনই উৎসবের আকারে পালিত না হলেও, গতবছর থেকে গেরুয়া শিবিরের হাত ধরে তার সূচনা হয়! যে রামনবমীতে বিজেপি নেতাদের হাতে অস্ত্রের ঝলকানি, রাজনীতিতেও ঢেউ তুলেছিল! বাগযুদ্ধে জড়িয়েছিল তৃণমূল-বিজেপি। যার পাল্টা বীরভূমে তৃণমূলকে হনুমানজয়ন্তী পালন করতে দেখা গিয়েছিল! কিন্তু, এবার আর রামভক্তপুজোর জন্য অপেক্ষা করতে রাজি নয় শাসক দল! বিজেপিকে টেক্কা দিতে আগেভাগেই রামনবমী পালনের জোরদার প্রস্তুতিতে মেতেছে তারা। ইতিমধ্যেই রামনবমীর দিন তৃণমূলকর্মীদের পথে নামার নির্দেশ দেন মমতা বন্দ্যোপাধ্যায়। এর মধ্যেই মমতার নির্দেশে ফের রাজনৈতিক পারদ চড়তে শুরু করে দিয়েছে। এদিন মুখ্যমন্ত্রী সাফ জানিয়ে দেন, অনুমতি না পেলে রাম নবমীতে অস্ত্র মিছিল করা যাবে না। পাল্টা জবাব দিতে সময় ব্যয় করেননি রাজ্য বিজেপি সভাপতি। দিলীপ ঘোষ পাল্টা হুঁশিয়ারি, গদা নিয়ে নামব রাস্তায়, দেখি কী হয়।






















